This Article is From Aug 19, 2019

প্রাক্তন সাংসদদের সাতদিনের মধ্যে বাংলো খালির নির্দেশ

আগামী সাতদিনের মধ্যে প্রাক্তনীদের ছেড়ে দিতে হবে সরকারি বাংলো । তবে, দিন তিনেকের মধ্যেই ওই সব বাংলোয় বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

প্রাক্তন সাংসদদের সাতদিনের মধ্যে বাংলো খালির নির্দেশ

নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করবে সরকার।

নয়াদিল্লি:

প্রাক্তন সব সাংসদকে সরকারি বাংলো দখলমুক্ত করতে বললো কেন্দ্র। বিশেষ করে ঐতিহ্যমণ্ডিত বাংলোগুলি মুক্ত করতে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী সাতদিনের মধ্যে প্রাক্তনীদের ছেড়ে দিতে হবে সরকারি বাংলো । নির্দেশ কার্যকর না হলে সরকার শক্ত হাতে বিষযটি মোকাবিলা করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলো ছাড়তে সাত দিনের সময়সীমা দেওয়া হলেও দিন তিনেকের মধ্যেই ওই সব বাংলোয় বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। হাউসিং কমিটির চেয়ারম্যান সিআর পাতিল সোমবার এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে প্রায় ২ মাস আগে। সংবাদ সংস্থা পিটিআই-য়ের রিপোর্ট, প্রায় ২০০ প্রাক্তন সাংসদ এখনও তাঁদের সরকারি বাংলো ছাড়েননি।

এই সমস্যা তুলে ধরে এর আগে বেশ কয়েকটি ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি । কিন্তু, অবস্থা পাল্টায়নি। ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘সংসদের নতুন অধিবেশন শুরু হওয়ার পরে, নতুন সংসদ সদস্যরা আবাসনের সন্ধানের ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হন। আমি আনন্দিত যে এই সমস্যাটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। এমপি হওয়ার অর্থ এখানে সংশ্লিষ্ট আসনের মানুষও আসেন এবং তাদেরও আবাসন দরকার হতে পারে।'

বিভিন্ন সরকারি বাংলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নিয়ম অনুযায়ী, লোকসভার মেয়াদ শেষের এক মাসের মধ্যেই সরকারি বাংলো ছেড়ে দিতে হয় সাংসদদের। ২৫ মে এবার লোকসভা শেষ হয়। ফলে ২৫ জুনের মধ্যে সরকারি বাংলো ছাড়তে হত সাংসদদের।

.