Read in English
This Article is From Mar 09, 2019

ভোটের মুখে সশস্ত্র বাহিনীর 'অপব্যবহার' রুখতে নির্বাচন কমিশনের দ্বারস্থ প্রাক্তন নৌ সেনা প্রধান

পুলওয়ামার জঙ্গি  হানা হোক বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইক এবং পাকিস্তানের পাল্টা হানার মতো বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা বড্ড বেশি হচ্ছে বলে মনে করেন প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস।

Advertisement
অল ইন্ডিয়া

নিজের দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লিখেছেন নৌ বাহিনীর প্রাক্তন প্রধান।

Highlights

  • তিনি বলেন এ ধরনের বিষয় নিয়ে যাতে রাজনীতি না হতে পারে তা দেখা উচিত
  • নির্বাচন কমিশনার সুনীল আরোরাকে খোলা চিঠি লেখেন এই প্রাক্তন সেনা কর্তা
  • 'বাহিনীর কাছে নিজেদের অরাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ পরিচয় গর্বের বিষয়'
নিউ দিল্লি :

পুলওয়ামার জঙ্গি (Pulwama Terror Attack ) হানা হোক বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইক (Air Strike)এবং পাকিস্তানের পাল্টা হানার মতো বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা বড্ড বেশি হচ্ছে বলে মনে করেন প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস। তিনি বলেন  এ ধরনের বিষয় নিয়ে যাতে রাজনীতি না হতে পারে তা দেখা উচিত নির্বাচন কমিশনের। দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরাকে লেখা চিঠিতে প্রাক্তন নৌ সেনা প্রধানের মন্তব্য, আর কয়েক  সপ্তাহ বাদেই নির্বাচন (lok Sabha Election 2019 )। এমতাবস্থায় সাম্প্রতিক ঘটনাক্রমকে ব্যবহার করে কোনও রাজনৈতিক দল যাতে এমন কোনও কাজ করতে  না পারে যাতে ভোটাররা প্রভাবিত হয় তা  দেখা উচিত। দুপাতার চিঠিতে রামদাস লিখেছেন, সেনা বাহিনীর কাছে নিজেদের অরাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ পরিচয় গর্বের বিষয়। আর এখন যা চলছে তাতে দেশের দায়িত্বশীল নাগরিক এবং সশস্ত্র বাহিনীর গর্বিত প্রাক্তনী হিসেবে আমি  উদ্বেগের কথা  তুলে  ধরতেই  চিঠি লিখেছি। চিন্তা আরও বাড়িয়ে বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ছবি দেখা  যাচ্ছে। এসবের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি।   

লন্ডনে আছেন, ‘নীরবে' হিরের ব্যবসা শুরু করেছেন মোদী

পুলওয়ামার জঙ্গি  হানা হোক বা পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইক এবং পাকিস্তানের পাল্টা হানার মতো বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা বড্ড বেশি হচ্ছে বলে মনে করেন প্রাক্তন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল এল রামদাস।

Advertisement
Advertisement