This Article is From Apr 05, 2019

বাঁকুড়া জেলায় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা, সৌমিত্র খাঁ গেলেন সুপ্রিম কোর্টে

গত সপ্তাহেই সৌমিত্র খাঁ-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৬ সপ্তাহ করে দিয়েছিল হাইকোর্ট।

বাঁকুড়া জেলায় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা, সৌমিত্র খাঁ গেলেন সুপ্রিম কোর্টে
নিউ দিল্লি:

বাঁকুড়া জেলায় তাঁর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা এই লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে অভিযোগ , চাকরি দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছ থেকে অর্থ নিয়েছেন তিনি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চটি জানায় যে, আগামী সপ্তাহে এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে। বর্ষীয়ান আইনজীবী পি এস পাটওয়ালিয়া লড়ছেন সৌমিত্র খাঁ-এর হয়ে। তিনি শীর্ষ আদালতের কাছে আর্জি জানান যে, হাইকোর্টের রায় যদি নাকচ করা না হয়, তাহলে সৌমিত্র খাঁ মনোনয়নপত্র জমা দিতে পারবেন না এবং বাঁকুড়া জেলাতেই তাঁর লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরেও প্রচারের জন্য যেতে পারবেন না।

কোচবিহারে মোদী-মমতার সভা, মঞ্চ বাঁধা নিয়ে ঝামেলা বিজেপি-তৃণমূলের

গত সপ্তাহেই সৌমিত্র খাঁ-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৬ সপ্তাহ করে দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছিল, সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে যে তদন্ত চলছে, তা সুষ্ঠুভাবে চলার জন্য ওই এলাকায় তাঁর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপ করাই ঠিক উপায়। কারণ, সংশ্লিষ্ট এলাকায় তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবিত করারই ক্ষমতাটি রাখেন।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই অবৈধ বালিখনির মামলায়ও নাম জড়িয়েছিল সৌমিত্র খাঁ-এর।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.