This Article is From Mar 19, 2019

ভারতের প্রথম লোকপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

সুপ্রিম কোর্ট জানিয়েছিল ফেব্রুয়ারির শেষের মধ্যেই জানাতে হবে লোকপাল নির্বাচন করে। তার সপ্তাহ দুয়েক বাদে এই সিদ্ধান্ত নেওয়া হল।

ভারতের প্রথম লোকপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

১৯৯৭ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন পিনাকীচন্দ্র ঘোষ

নিউ দিল্লি:

ভারতের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। তাঁর নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লোকপালের আরও সদস্যের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের চারজন প্রাক্তন বিচারপতি। তাঁদের মধ্যে একজন মহিলা বিচারপতিও রয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছিল ফেব্রুয়ারির শেষের মধ্যেই জানাতে হবে লোকপাল নির্বাচন করে। তার সপ্তাহ দুয়েক বাদে এই সিদ্ধান্ত নেওয়া হল। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চূড়ান্ত করে ফেলে বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের নাম। এই নির্বাচকদের কমিটিতে লোকপাল প্রার্থী হিসাবে যাঁদের নাম ছিল, তাঁরা হলেন লোকসভার স্পিকার, বিরোধী দলনেতা, ভারতের প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের অন্য কোনও বিচারপতি এবং এক গুরুত্বপূর্ণ জুরি।

এই জুরিকে নির্বাচন করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। রামনাথ কোবিন্দ নির্বাচন করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগিকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে পাশ হয় লোকপাল বিল।

 

 

.