This Article is From Jun 28, 2020

দুর্লভ পরিযায়ী পাখি মধ্যপ্রদেশে! দেখতে ভিড় রিজার্ভ ফরেস্টে

১৯৫৩ সাল থেকে এদের সংরক্ষণ শুরু করে ভারত সরকার।

দুর্লভ পরিযায়ী পাখি মধ্যপ্রদেশে! দেখতে ভিড় রিজার্ভ ফরেস্টে

এই পাখি দেখতেই ভিড়।

ভোপাল:

পেঞ্চ টাইগার রিজার্ভ (Pench Reserve forest in MP) পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। এই পাখিগুলোর বিশেষ পেখম পর্যটকদের আকর্ষিত করে। ১৯৫৩ সাল থেকে এদের সংরক্ষণ শুরু করে ভারত সরকার। দুর্লভ এই পাখি (Migrated bird from US)  দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন এই রিজার্ভ ফরেস্টে। এই পাখি মার্কিন  মুলুকের ন্যাশনাল উড়ান সংস্থার প্রতীক।  ১৯৫৩ থেকে সে দেশে শোভা বাড়িয়েছ এই পরিযায়ী পাখি। পেঞ্চ টাইগার রিজার্ভের এই পাখির আশপাশের গ্রাম প্রজনন করে। কারণ এদের পেখম বেশ দুর্মূল্য। জানা গিয়েছে, আমেরিকার গ্রেট ইগ্রেটের পর মধ্যপ্রদেশ এই পাখিদের বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খায়। তাই প্রতিবছর দলে দলে এই পাখি এই রিজার্ভ ফরেস্ট আসে ও বাসা বাঁধে। এদের দেখতে ভিড় বাড়ে পক্ষী-প্রেমী ও পর্যটকদের।

ভিডিও: সম্ভর লৌহ খনি এলাকায় মৃত পড়ে পরিযায়ী পাখি।

.