Chandrayaan 2: রাত ১.৪০-এ বিক্রম চাঁদে অবতরণের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে।
হাইলাইটস
- রাত ১.৪০-এ বিক্রম চাঁদে অবতরণের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে
- ১.৫৫ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে বিক্রম
- এর মাঝেই রয়েছে ‘‘আতঙ্কের পনেরো মিনিট’’
নয়াদিল্লি: ইতিহাসের দোরগোড়ায় ইসরো (ISRO)। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে (Moon) ‘সফট ল্যান্ডিং' বা সঠিক ভাবে অবতরণ করতে চলেছে ভারত। কিন্তু তার আগে কাটাতে হবে ‘‘আতঙ্কের পনেরো মিনিট'' (Fifteen minutes of terror)। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ল্যান্ডার বিক্রম-এর চাঁদে নামার ঠিক আগে ওই পনেরো মিনিট খুবই গুরুত্বপূর্ণ। গত সোমবার দুপুর ১.১৫-তে বিক্রম অর্বিটারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পৌঁছে যায় চাঁদের খুব কাছে। শুক্রবার গভীর রাতে ১.৩০ থেকে ২.৩০-এর মধ্যে চাঁদে পা রাখবে বিক্রম। বিক্রম অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের ওই চির ছায়াচ্ছন্ন অঞ্চলে জলের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে। চাঁদের এই মেরুতে যে ক্রেটার বা গহ্বরগুলি রয়েছে, সেখানে সব মিলিয়ে ১০০ মিলিয়ন টন জল থাকার সম্ভাবনা।
Chandrayaan 2: আজ রাতে চাঁদে নামবে চন্দ্রযান ২, স্কুলপড়ুয়াদের নিয়ে লাইভ দেখবেন মোদি
জেনে নিন চন্দ্রযান-২ কীভাবে চাঁদে নামতে চলেছে:
"সদ্যজাতকে নেওয়ার মতোই সাবধানী":Chandrayaan 2-এর অবতরণ প্রসঙ্গে ইসরো প্রধান
- রাত ১.৪০-এ বিক্রম চাঁদে অবতরণের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে।
- এরপরই শুরু হবে ‘‘আতঙ্কের পনেরো মিনিট''। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ‘‘এটা খুব খুব জটিল প্রক্রিয়া। এবং এটা আমাদের জন্য নতুন। এমনকী, যারা এর আগে এটা করেছে, তাদের কাছেও সব সময়ই এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা প্রথম এটা করছি, কাজেই আমাদের কাছে এই পনেরো মিনিট আতঙ্কের।''
- নানা কসরত করতে করতে গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠের একেবারে কাছে চলে আসবে বিক্রম।
- এরপর ১.৫৫ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে বিক্রম।
- চাঁদের মাটিতে যে ধুলো উড়বে তা থিতিয়ে গেলে কয়েক ঘণ্টা পরে চাঁদের মাটিতে দৃশ্যমান হবে ভারতের পতাকা।
- ৪.৪০ মিনিটে রোভার ‘প্রজ্ঞান' নেমে পড়বে চাঁদের মাটিতে। তারপর তা গড়াতে শুরু করবে।
- ধীরে ধীরে চাঁদের মাটিতে চলে ফিরে বেড়াবে প্রজ্ঞান।
- চাঁদের মাটিতে স্থায়ী ছাপ রেখে আসবে ভারত।
- সকালে চাঁদের মাটিতে ‘সেলফি' তুলবে রোভার। তার সঙ্গে ল্যান্ডার ও চাঁদের মাটির ছবিও পাওয়া যাবে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে দু'বার বক্তব্য রাখবেন।