শ্রীনগরের ঘন্টাঘর চকের এই বিস্ফোরণে একটি গাড়ির জানালা ভেঙে যায়
শ্রীনগর: শ্রীনগরে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা। জম্মু-কাশ্মীরের রাজধানী শহরে এই নিয়ে ২৪ ঘন্টায় দুবার হামলা হল।পুলিশ জানিয়েছে, দুটি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তারমধ্যে একটি লালচকে। পুলিশ জানিয়েছে, ঘন্টা ঘরে সিআরপিএফ এর ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা।
মাঝে কেটে গিয়েছে সাত দশক, রাজেন্দ্র প্রসাদের পর কুম্ভমেলায় গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রাস্তার ধারে বিস্ফোরণ হলেও হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে পুলিশ। তবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
তৃণমূলের সমাবেশের পর ‘চায়ে পে চর্চায়' মিলিত হবেন বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা
বৃহস্পতিবার শ্রীগনগরের জিরো ব্রিজের কাছে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়।সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হন।
দক্ষিণ কাশ্মীরের সোফিয়ানেও নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা।তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে পুলিশ।