This Article is From Jul 26, 2018

বেজিং-এর মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

বেজিং-এর মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

বেজিং-এর মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ
বেজিং:

বেজিং-এর মার্কিন দূতাবাসের ঠিক বাইরে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। নিজের গায়ে গ্যাসোলিন ছেটাচ্ছিলেন তিনি। আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ছিল বলেই মনে করছে পুলিশ। গওবাল টাইমসের রিপোর্ট থেকে এই খবর পাওয়া গিয়েছে।

রয়টার্স অবিলম্বে এই রিপোর্টটি যাচাই করতে পারেনি। তবে তাদের এক সূত্র চিনের পুলিশকে মার্কিন দূতাবাসের বাইরের একটি গাড়িকে পরীক্ষা করতে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতেও একটি বিস্ফোরণ পরবর্তী ধোঁয়ার ছবি দেখা যাচ্ছে।

আরেকটি সূত্র থেকে জানা গিয়েছে, সাত থেকে আটটি পুলিশের গাড়ি রয়েছে দূতাবাসের বাইরে। দূতাবাস ভবনটির পাশের রাস্তাটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে।

এই বিষয়ে মার্কিন দূতাবাস থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তাদের টুইটার অ্যাকাউন্টে গ্লোবাল টাইমস জানিয়েছে, ওখানে বিস্ফোরণ হয়েছে কি না সেই ব্যাপারটা এখনও পরিষ্কার নয়।

মার্কিন দূতাবাসের কাছেই যে দুটি দূতাবাস রয়েছে সেই ভারত ও দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীরা জানিয়েছেন যে, এই ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। অন্যান্য দিনের মতোই কাজ চলছে আজও।

.