বদলে যাচ্ছে ফেসবুক (Facebook)। নীল রঙের ইংরেজি হরফের বদলে এবার ভিন্ন ভিন্ন লোগোতে সামনে আসছে এই সোশ্যাল মিডিয়া। প্রযুক্তি সংস্থা ফেসবুক মূল সংস্থা হিসেবে Whatsapp, Instagram ও Facebook এবং নিজস্ব অন্য প্রধান প্রধান অ্যাপগুলিতে নিজের লোগো স্বতন্ত্রভাবে প্রকাশের জন্য একটি নতুন লোগোর প্রকাশ্যে এনেছে। সংস্থার এই নতুন লোগো পরে সংস্থার সমস্ত মূল সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের থেকে ফেসবুককে আলাদা করে দেখাবে, এই নিজস্ব ব্র্যান্ডিংটি ফেসবুকের স্বতন্ত্র পরিচয়কে আরও বেশি করে প্রচারের উদ্দেশ্যেই নির্মিত।
Aadhaar-Social Media Link: এবার কি ফেসবুক করতেও অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে আধারের সঙ্গে?
সংস্থার প্রধান মার্কেটিং অফিসিয়াল অ্যান্টোনিও লুসিও সোমবার একটি বিবৃতি জারি করেন। সেই বিবৃতিতে তিনি বলেন, “নতুন করে নিজস্ব ব্র্যান্ডিংকে আরও স্পষ্ট করে তোলার জন্যই এই লোগো প্রস্তুত করা হয়েছে। এবং এর মাধ্যমে সংস্থা ও অ্যাপ্লিকেশনটিতে দৃশ্যমান ফারাক তৈরির জন্য কাস্টম টাইপোগ্রাফি এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার করা হয়েছে।"
ক্যাফেতে আসা মহিলার মেয়েকে "ভয়ঙ্কর বাচ্চা" বলে উল্লেখ করে বিপাকে কর্তৃপক্ষ, চাইতে হল ক্ষমা
এর মধ্য রয়েছে ফেসবুক অ্যাপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওকুলস, ওয়ার্কপ্লেস, পোর্টাল এবং ক্যালিব্রা (ডিজিটাল লিব্রা প্রজেক্ট)।
আগামী সপ্তাহেই ফেসবুকে নিজের নতুন ওয়েবসাইটের সঙ্গে সঙ্গেই নিজস্ব পণ্য এবং মার্কেটিং সংক্রান্ত বিষয়গুলিতে এই নতুন ব্র্যান্ডের ব্যবহার শুরু করবে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more
trending news