This Article is From Aug 17, 2020

মার্কিন সংবাদপত্রে খবরের জের! প্রাণ সংশয়ের আশঙ্কায় পুলিশে অভিযোগ ফেসবুক আধিকারিকের

তাঁর অভিযোগ, "চলতি বছর ১৪ অগাস্ট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটা প্রতিবেদনের সূত্র,ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় কিছু সংবাদপত্রও তার বিকৃত পরিবেশন করেছে।"

মার্কিন সংবাদপত্রে খবরের জের! প্রাণ সংশয়ের আশঙ্কায় পুলিশে অভিযোগ ফেসবুক আধিকারিকের

প্রাণ সংশয়ের আশঙ্কায় এফআইআর করেছেন ওই আধিকারিক। (ফাইল চিত্র)

হাইলাইটস

  • মার্কিন সংবাদপত্রে বিজেপি বিরোধী খবর
  • প্রাণ সংশয়ের আশঙ্কায় ফেসবুক আধিকারিক
  • দিল্লি পুলিশে অভিযোগ দায়ের
নয়াদিল্লি:

প্রাণ সংশয়ের আশঙ্কায় দিল্লিতে পুলিশে অভিযোগ দায়ের করলেন এক ফেসবুক আধিকারিক। সেই অভিযোগের অন্তত পাঁচ জনের নাম উল্লেখ আছে।  সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ফেসবুকে বিজেপির প্রতি পক্ষপাত দুষ্টের অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে এই আধিকারিকের নাম উল্লেখ রয়েছে। সেই থেকে মৃত্যুভয় গ্রাস করেছে ফেসবুক ইন্ডিয়ার ওই মহিলা আধিকারিককে। এমনটাই পুলিশ সূত্রে খবর।  এদিকে, সোমবার দায়ের করা ওই অভিযোগে অভিযুক্ত পাঁচজনের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ওই মহিলা আধিকারিক।

পাশাপাশি নিজের জন্য পুলিশি সুরক্ষার আবেদনও করেছেন তিনি। পুলিশে দায়ের করা অভিযোগে তিনি লেখেন, "আমি নিয়মিত আশঙ্কা ও হুমকির মধ্যে জীবনযাপন করছি। অভিযুক্তরা অনলাইন ক্রমাগত নিজেদের পরিচয় গোপন করছে। ভুল তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। যাতে চাপে পড়ে ওদের দাবি পূরণ করি।"

তাঁর অভিযোগ, "চলতি বছর ১৪ অগাস্ট ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটা প্রতিবেদনের সূত্র,ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় কিছু সংবাদপত্রও তার বিকৃত পরিবেশন করেছে।"

.