This Article is From Apr 22, 2020

৫.৭ বিলিয়ন ডলারে রিলায়েন্স জিও সংস্থার ৯.৯% শেয়ার কিনে নিল ফেসবুক

ফেসবুক জানিয়েছে, এর ফলে এখন সেই সব মানুষজন যাঁরা নিজের মতো করে ছোট ব্যবসা করতে আগ্রহী তাঁদের সঙ্গে রিলায়েন্স ই-কমার্সের যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে

৫.৭ বিলিয়ন ডলারে রিলায়েন্স জিও সংস্থার ৯.৯% শেয়ার কিনে নিল ফেসবুক

এখন জিও প্ল্যাটফর্মের শেয়ার হোল্ডারদের মধ্যে অন্যতম ফেসবুক (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • জিও সংস্থার বেশ খানিকটা অংশীদারিত্ব কিনে নিল ফেসবুক
  • সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহত্তম সংস্থা ফেসবুক
  • এদিকে ২০১৬ সালে জিও-র পথ চলা শুরু, তারাই এখন ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা
নয়া দিল্লি:

বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল, এবার সত্যি সত্যিই জিওর শেয়ার কিনে নিল ফেসবুক। বুধবার একটি বিবৃতি জারি করে মার্ক জুকেরবার্গের সংস্থা (Facebook) জানিয়েছে যে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম সংস্থা জিও-র (Jio Platforms) ৯.৯% শেয়ার কিনে নিয়েছে। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এই শেয়ার কিনতে ফেসবুক মোট ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর ফলে এখন থেকে জিও (Jio) প্ল্যাটফর্ম লিমিটেডের বৃহত্তম সংখ্যালঘু শেয়ারহোল্ডারের পরিণত হল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই বৃহত্তম সংস্থা জানিয়েছে যে এর ফলে এখন সেই সব মানুষজন যাঁরা নিজের মতো করে ছোট ছোট ব্যবসা করতে আগ্রহী তাঁদের সঙ্গে রিলায়েন্স ই-কমার্সের যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি এর সঙ্গে থাকবে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে সহযোগিতা করার বিষয়টিও। তবে এই ব্যবসায়িক চুক্তির ফলে এবার যে জিও তাদের পরিষেবাকে আরও উন্নত করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

করোনার কারণে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিত: সূত্র

গুগল পে এবং পেটিএম-এর মত ডিজিটাল লেনদেনের মাধ্যমগুলোর সঙ্গে এবার প্রতিযোগিতায় নামতে চায় হোয়াটসঅ্যাপও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করার অনুমোদনও পেয়ে গেছে।

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০০ মিলিয়ন মানুষ। ফেসবুক জানে ভারত তার অন্যতম বৃহত্তম বাজার। সমীক্ষায় দেখা গেছে, দেশে প্রায় ৮০% স্মার্টফোন ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

এদিকে বিলিয়নেয়ার মুকেশ আম্বানি তাঁর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিয়ে আসে ২০১৬ সালের শেষের দিকে।মাত্র তিন বছরে, জিও-র গ্রাহক সংখ্যা ৩৭ কোটিতে পৌঁছেছে এবং এর সঙ্গে সঙ্গে জিও ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাতেও পরিণত হয়েছে।

চিনের র‌্যাপিড টেস্ট কিটে ত্রুটি আছে, অভিযোগ একাধিক রাজ্যের: ১০ তথ্য

গত মাসে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল যে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক জিও সংস্থার প্রায় ১০% শেয়ার কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু হঠাৎ করেই বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ত্রাস সৃষ্টি করায় সেই আলোচনায় খানিকটা ছেদ পড়ে গেছিল। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.