Read in English தமிழில் படிக்க
This Article is From May 28, 2020

জ্যান্ত অবস্থায় সদ্যোজাতকে কবর! কান্নার আওয়াজে উদ্ধার করলেন স্থানীয়রা

Baby Dug Up: কাদামাটির তলায় চাপা পড়া অবস্থায় চিল চিৎকারে অস্তিত্ব জানান দিচ্ছিল শিশুটি, যা কানে গিয়ে পৌঁছয় স্থানীয় মানুষজনের, তারপরেই উদ্ধার হয় সে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Uttar Pradesh: কাদামাটির তলা থেকে উদ্ধার করা হল এক সদ্যোজাতকে

Highlights

  • কাদা-মাটির তলায় কবর দেওয়া হল এক জীবন্ত শিশুকে
  • কান্না শুনে শিশুটিকে উদ্ধার করে গ্রামের মানুষজন
  • উত্তরপ্রদেশের এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত
লখনউ:

একে তো দেশ জুড়ে শুধুই সব হারানোর কান্না, তারই মধ্যে উঠে এল আরও এক অমানবিক দৃশ্য। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি গ্রামে ঝোপঝাড়ের পাশে থাকা কাদামাটির তলা থেকে উদ্ধার (Baby Dug Up) করা হল এক সদ্যোজাতকে। জীবন্ত অবস্থাতেই শিশুটিকে কেউ বা কারা সেখানে পুঁতে রেখে গেছিল বলে মনে করা হচ্ছে। তবে রাখে হরি মারে কে? শিশুটিকে কবর দিয়ে চলে যাওয়া হলেও তার একটি পায়ের পাতা কোনওভাবে মাটির উপরে থেকে যায়। সেই সঙ্গে কাদামাটির তলায় চাপা পড়া অবস্থায় চিল চিৎকারে সেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, যা কানে গিয়ে পৌঁছয় স্থানীয় মানুষজনের। শিশুর কান্নাকে অনুসরণ করে এলাকার মানুষজন সেখানকার একটি বাড়ির পাশে থাকা ঝোপঝাড়ের কাছে গিয়ে সন্ধান শুরু করে। কাদা এবং বালিতে একাকার ওই এলাকায় সন্ধান চালাতে চালাতে তাঁরা ঠোক্কর খায় সদ্যোজাতের মাটির উপরে বেরিয়ে থাকা পায়ের পাতায়। তারপরেই তাড়াতাড়ি কাদামাটির তলা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা।

"কোষাগারের তালা খুলে দরিদ্রদের ত্রাণ দিন", কেন্দ্রকে পরামর্শ দিলেন সনিয়া গান্ধি

উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলার (Siddharth Nagar district) সোনৌড়া গ্রামের ওই ঘটনায় স্থানীয় মানুষজন থেকে পুলিশ প্রশাসন, সকলেই নড়েচড়ে বসেছে। জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটি একটি ছেলে।

Advertisement

স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় আজ থেকেই রাজ্যে শুরু হল বিমান চলাচল

নবজাতককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে পরিষ্কার করে নানারকম পরীক্ষা-নিরিক্ষা করেন। শিশুটির শরীরে করোনা সংক্রমণ আছে নাকি সেই পরীক্ষাও করা হয়। যদিও সেই রিপোর্টে উদ্বেগজনক কিছু মেলেনি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই নবজাতক এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে তাঁর পেটের মধ্যে কিছু কাদামাটি ঢুকে গেছে বলে মনে করা হচ্ছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।

Advertisement

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২৬০ কিলোমিটার দূরের ওই গ্রামের ঘটনাটি বেশ সাড়া ফেলেছে সেখানে। কে বা কারা ওই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement