This Article is From Nov 06, 2018

ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা , ঘোষণা যোগীর

উত্তর প্রদেশের ফৈজাবাদের নাম বদলে গেল।

মাত্র কয়েকদিন আগে এলাহাবাদ নাম বদলে প্রয়াগরাজ করা  হয়েছে।

হাইলাইটস

  • উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার নাম বদলে গেল
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন ফৈজাবাদের নাম হবে অযোধ্যা
  • মাত্র কয়েকদিন আগে এলাহাবাদ নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে
অযোধ্যা:

উত্তর প্রদেশের ফৈজাবাদের নাম বদলে গেল।  মুখ্যমন্ত্রী যোগী  আদিত্যনাথ জানালেন ফৈজাবাদের নাম হবে অযোধ্যা। মাত্র কয়েকদিন আগে এলাহাবাদ নাম বদলে প্রয়াগরাজ করা  হয়েছে। এবার নাম  বদলে  গেল ফৈজাবাদেরও। দীপাবলির একটি  ভাষণে নিজের সিদ্ধান্তের কথা জানান যোগী।  তিনি বলে, অযোধ্যা  আমাদের সম্মানের প্রতীক। অযোধ্যার সঙ্গে  ভগবান রাম জড়িয়ে আছেন।  

 

এলাহাবাদ শহরের নাম বদলে হচ্ছে প্রয়াগরাজ।  যোগী আদিত্যনাথ সরকারের নাম বদলের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।  কিন্তু নিজের সরকারের সিদ্ধান্তের পক্ষে  সওয়াল করেছেন যোগী। হরিদ্বারের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার তিনি বলেন নাম বদল নিয়ে  যাঁদের আপত্তি আছে তাঁদের বলছি, আপনাদের নাম রাবণ বা দুর্যোধন নয় কেন? কেউ কেউ বলেছিলেন নামে কী যায় আসে। তাঁদের বলি, ভারতীয় সংস্কৃতিতে নাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজের বক্তব্যে সমর্থনে যোগীর যুক্তি ভারতের বেশির নামই এসেছ  ‘রাম' থেকে। সমাজের পিছিয়ে পড়া  অংশের  মানুষের মধ্যে এ ধরনের নামের ব্যবহার বেশি হয়। আর রামের সঙ্গে  ‘ভারতীয়ঐতিহ্যও অঙ্গাঙ্গিক ভাবে  জড়িত।'                                 

.