২০০০ টাকার ২৫০’টি জাল নোট উদ্ধার করা হয়। (ছবি প্রতীকী)
কলকাতা: ফের জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশ। সোমবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই জাল নোটে মোট ৫ লক্ষ টাকা ছিল। ময়দানের সামনে থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। ওই নোটগুলি সবই ছিল জাল ২০০০ টাকার নোটে। এক পুলিশকর্তা জানান, “গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ময়দান থানার অন্তর্গত গোষ্ঠ পাল সরণী এবং লেসলি ক্লদিয়াস সরণী থেকে সঞ্জু সাহা এবং মহম্মদ উমর নামে দুই অভিযুক্তকে প্রথমে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে। তাদের দুজনের কাছ থেকে ২০০০ টাকার ২৫০'টি জাল নোট উদ্ধার করা হয়।
কীভাবে বদলাবেন প্যান কার্ডের ঠিকানা?
সঞ্জু সাহার বাড়ি মালদায়। মহম্মদ উমর বিহারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)