This Article is From Jun 11, 2018

ঈদের ছুটি নিয়ে ভুয়ো নোটিফিকেশন কলকাতায়, তদন্তে নামল পুলিশ

ইদের ছুটি নিয়ে রাজ্য সরকারের নাম করে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভুয়ো নোটিফিকেশন ঘুরে বেড়ানোর ইস্যুতে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ।

ঈদের ছুটি নিয়ে ভুয়ো নোটিফিকেশন কলকাতায়, তদন্তে নামল পুলিশ

এই নোটিফিকেশন যাদের মস্তিষ্কপ্রসূত, তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে, জানিয়েছে কলকাতা পুলিশ

কলকাতা: ঈদের ছুটি নিয়ে রাজ্য সরকারের নাম করে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভুয়ো নোটিফিকেশন ঘুরে বেড়ানোর ইস্যুতে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। 

"ঈদের ছুটি নিয়ে একটি ভুয়ো নোটিস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই নোটিফিকেশন যাদের মস্তিষ্কপ্রসূত, তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে", কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই কথা জানানো হয়।

লেটারহেডে বিশ্ববাংলার লোগো সহ রাজ্যের অর্থ দফতরের নাম দিয়ে সেই নোটিফিকেশনে পরিষ্কার লেখা রয়েছে, ঈদ উপলক্ষে সরকার 12 জুন থেকে 16 জুন মোট পাঁচদিন ছুটি ঘোষণা করেছে।
 
fake notification

“শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ ও শহুরে সংস্থা, উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন সহ সমস্ত সরকারি অফিসই বন্ধ থাকবে ওই পাঁচদিন”, বলা হয়েছে ওই ভুয়ো নোটিসটিতে।  
 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.