This Article is From Jul 04, 2019

কলকাতা থেকে বাজেয়াপ্ত করা হল ৬.৫ লক্ষ জাল ভারতীয় নোট, গ্রেপ্তার তিন

অপরাধীদের আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।  

কলকাতা থেকে বাজেয়াপ্ত করা হল ৬.৫ লক্ষ জাল ভারতীয় নোট, গ্রেপ্তার তিন

পুলিশ বিভাগের বিশেষ শাখা নোট গুলি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে

কলকাতা:

কলকাতা পুলিশের (kolkata Police) এক বিশেষ বিভাগ গতকাল কলকাতা থেকে কিছু জাল ভারতীয় টাকা (Fake Indian currency notes (FICN)বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।  পুলিশ সূত্রে জানানো হয়েছে এর মূল্য ছিল ৬,৫০,০০০ টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছে পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত সন্দেহে মঙ্গলবার নাসিরুদ্দিন মোমিন (২৯), শহীদ এসকে (২৮) এবং সুমন সরকার (২৩) নামক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, '' কলকাতা থেকে কিছু জাল ভারতীয় টাকা (Fake Indian currency notes (FICN)বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এর মূল্য ছিল ৬,৫০,০০০ টাকা।  তার মধ্যে ৩২৫ টি ছিল ২০০০ টাকার নোট। '' 

অপরাধীদের আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।  



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.