This Article is From Jan 20, 2020

ভুয়ো খবর নতুন ভীতির কারণ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রাষ্টপতি বলেছেন, ভুয়ো খবর সম্প্রচার (Fake News) সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করছে।

ভুয়ো খবর নতুন ভীতির কারণ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

তিনি বলেন, "কথায় কথায় ব্রেকিং নিউজ সম্প্রচার সংবাদমাধ্যমকে গ্রাস করেছে।"

নয়াদিল্লি:

ভুয়ো খবর নতুন ভীতির কারণ। সোমবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ। সাংবাদিকতায় উৎকর্ষতার জন্য গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি (Ram Nath Kovind)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ভুয়ো খবর সম্প্রচার (Fake News) সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করছে। তিনি বলেন, "কথায় কথায় ব্রেকিং নিউজ সম্প্রচার সংবাদমাধ্যমকে গ্রাস করেছে। এর ফলে এই পেশার মৌলিক নীতি ও দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে।" সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেছেন, অনেক আগে সাংবাদিকতা মানে, ফাইভ ডবলু, ওয়ান এইচ- থিওরি ছিল। যে তত্ত্ব সংবাদকে ব্যক্ত করত। কিন্তু বর্তমান ভুয়ো খবরের বাজারে এই পেশার মহত্ব নষ্ট হচ্ছে।

তিনি বলেছেন, কর্তব্য পালনে সাংবাদিকদের একাধিক 'টুপি পরে' ঘুরতে হয়। "এখন দেখি একজন তদন্তকারী, একজন আইনজীবী, কখনও বা বিচারক সাজছেন একজন সাংবাদিক। একজনের একাধিক চরিত্র," এদিন বলেন রাষ্ট্রপতি। 

তাঁর মতে, "একাধিক চরিত্র ধারণ করে সত্য তুলে ধরতে অত্যাধিক মনের জোর লাগে। সেই সঙ্গে লাগে পেশার প্রতি দায়বদ্ধতাও।"  সাংবাদিকদের এই যে এক অঙ্গে বহু রূপ, এই চরিত্র এদিন রাষ্ট্রপতির প্রশংসাও কুড়িয়েছে। তবে তাঁর প্রশ্ন, "সত্যি কি পেশার প্রতি দায়বদ্ধ হয়েই তাঁরা একাজ করে থাকেন?"  তিনি বলেছেন, এখন তুচ্ছ জিনিস নিয়ে খবর হয়। সামাজিক ও আর্থিক বৈষম্যের চিত্র খবরে তুলে ধরা হয় না। ভর্ৎসনার সুরে তাঁর মন্তব্য, "রেটিং পেতে এখন অযৌক্তিক বিষয়কে খবরে প্রচার করা হয়। বৈজ্ঞানিক যুক্তিকে প্রচার না করে সবাই অযুক্তির পিছনে দৌড়ায়।" 

.