তদন্ত শুরু হয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ।
বারুইপুর: সংক্রমণ (Covid-19 in Bengal) নিয়ে পরিবারের অধিকাংশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। এই সুযোগে বাড়ি থেকে খোয়া গেল নগদ ৫০ হাজার টাকা এবং লাখ টাকার গয়না (Burglary at empty home)। দক্ষিণ ২৪ পরগনার পূজালি এলাকায় শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তদন্তে বারুইপুর পুলিশ জেলা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পরিবারের চারজন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। দিন কয়েক আগে এই পরিবারের একজনের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। ঘটনার সময় একজন মহিলা ও শিশু উপস্থিত ছিলেন। যদিও তারা ঘুমোচ্ছিলেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে বিষয়টা নজর আসে বাড়ির লোকেদের। স্থানীয়দের অভিযোগ, "এই এলাকা কনটেইনমেন্ট জোন (Containment Zone in S 24 Parganas) হলেও নেই কোনও পুলিশি তৎপরতা।"
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে মডাস অপারেন্ডি খোঁজার চেষ্টা হচ্ছে। তাহলেই বোঝা যাবে এই চুরির পিছনে কোন দল রয়েছে। জানা গিয়েছে এই একই ঘটনা দিনকয়েক আগে এই এলাকায় ঘটেছে। সেই সময় পরিবারের লোকেরা সরকারি আইসোলেশন সেন্টারের পর্যবেক্ষণে ছিলেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)