Read in English
This Article is From Dec 14, 2018

জারিন খানের গাড়ি চালকের গাফিলতিতেই মৃত্যু নীতেশের, অভিযোগ পরিবারের

নীতেশের একজন বন্ধু জানান যে, জারিন খান সামনে আসনেই, অর্থাৎ চালকের পাশেই বসেছিলেন এবং তিনি নিশ্চয়ই জানেন ভুলটা আসলে কার ছিল।

Advertisement
সিটিস

দুর্ঘটনার সময়, জারিন খান সামনে আসনেই, অর্থাৎ চালকের পাশেই বসেছিলেন

পানাজি :

গোয়াতে বলিউডের অভিনেত্রী জারিন খানের গাড়িতে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছিলেন এক স্কুটার আরোহী। বৃহস্পতিবার অভিনেত্রীর গাড়ি চালকের গাফিলতি নিয়েই অভিযোগ তুলেছেন মৃতের পরিবার ও বন্ধুরা। পরিবারের অভিযোগ, ওই গাড়ি চালক ইন্ডিকেটার ব্যবহার না করেই তীব্রগতিতে একটি বাঁক নিচ্ছিলেন।

গোয়ায় অভিনেত্রী জারিন খানের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটার চালক, চলছে তদন্ত

মৃতের ভাই বলেন, "তাঁদের উচ্ছ্বাস আর অ্যাডভেঞ্চারের বলি হতে হয়েছে আমার ভাইকে।” অভিনেত্রী জারিন খানের গাড়ির চালক আব্বাস আলির বিরুদ্ধে আঞ্জুন থানার পুলিশ একটি দুর্ঘটনাজনিত মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করেছে। একইসঙ্গে তাঁরা জারিন খানের বক্তব্যও রেকর্ড করেছেন।

বুধবার সন্ধ্যায় নাগাওয়ের ড্রিম সার্কেলে এই  দুর্ঘটনাটি ঘটেছে। মাপুসার বাসিন্দা নীতেশ গোরাল স্কুটারে করে যাচ্ছিলেন, হঠাতই তাঁর সঙ্গে ধাক্কা লাগে ঘাতক গাড়িটির। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি।

নীতেশের একজন বন্ধু জানান যে, জারিন খান সামনে আসনেই, অর্থাৎ চালকের পাশেই বসেছিলেন এবং তিনি নিশ্চয়ই জানেন ভুলটা আসলে কার ছিল।

Advertisement
Advertisement