This Article is From May 03, 2019

কী হচ্ছে ওড়িশায়? এই মুহূর্তের অবস্থা জেনে নিন এই হেল্পলাইন গুলি থেকে

ছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী (Cyclone Fani)। ইতিমধ্যেই ওডিশা জুড়ে ঘূর্ণিঝড়ের  তাণ্ডব শুরু হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া

সেরকমই কয়েকটি হেল্পলাইনের খোঁজ দিলাম আমরা।

Highlights

  • ইতিমধ্যেই ওডিশা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে
  • ধীরে ধীরে শক্তি ক্ষয় করে তা এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে
  • ১১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন
ওড়িশা :

আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী (Cyclone Fani)। ইতিমধ্যেই ওডিশা জুড়ে ঘূর্ণিঝড়ের  তাণ্ডব শুরু হয়েছে।আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে ধীরে ধীরে শক্তি ক্ষয় করে তা এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন জায়গা থেকে ১১  লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। আরও কিছু মানুষকে দ্রুত  নিয়ে  আসার কাজ হচ্ছে। তাছাড়া বিপর্যয়ের পর ত্রাণ এবং উদ্ধার কাজ যাতে দ্রুত গতিতে এবং যুদ্ধকালীন তৎপরতায় করা যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি হেল্প লাইন খোলা হয়েছে সেরকমই কয়েকটি হেল্পলাইপনের খোঁজ দিলাম আমরা।  

ফুঁসছে, গর্জাচ্ছে ফণী, দেখুন আজ সকালে উড়িষ্যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ভিডিও 

একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম সেই রুম খুলেছে  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন প্রয়োজনীয় খবরা-খবর মিলবে এখান থেকে। নম্বর হল 1938। স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি রেলমন্ত্রকও এই হেল্পলাইনের সঙ্গে জড়িত আছে।  ঘূর্ণিঝড় সম্পর্কিত সাম্প্রতিক খবর ছাড়া অন্য কী কী ব্যবস্থা হচ্ছে তাও জানা যাবে এই নম্বরে ফোন করেই। এর পাশাপাশি আলাদা করে কয়েকটি হেল্প লাইন খুলেছে দেখে নিন সেই নম্বর গুলি। 

Advertisement

ফণীর সতর্কতা; আজ রাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা বিমান বন্দর

ভুবনেশ্বর (0674-2303060, 2301525, 2301625) খুরদা  (0674-2490010, 2492511, 2492611) সম্বলপুর (0663- 2532230, 2533037, 2532302) বিশাখাপত্তনম (0891- 2746255, 1072) পুরী (06752-225922) ভদ্রক  (06784-230827) ইত্যাদি জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Advertisement

Advertisement