দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান।
হাইলাইটস
- উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ট্রেন দুর্ঘটনায় সাত জনের মৃত্যু
- মালদা থেকে ছেড়ে দিল্লি যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে
- ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম
নিউ দিল্লি: উত্তরপ্রদেশের রায়বরেলিতে ট্রেন দুর্ঘটনায় সাত জনের মৃত্যু। আহত হলেন 30 জন। আজ ভোরে দিল্লির দিকে আসা ট্রেন লাইনচ্যুত হওয়াতেই এই দুর্ঘটনা। হরচন্দ্রপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নিউ ফরাক্কা এক্সপ্রেস (Farakka Express)। মালদা থেকে ছেড়ে দিল্লি যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নর্দার্ন রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার সতীশকুমার যাদব। ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। দীনদয়াল উপাধ্যায় জংশনে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। লখনউ এবং বারাণসী থেকে পৌঁছেছে এনডিআরএফের টিম।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিকারিকদের আশঙ্কা মৃত্যর সংখ্যা বাড়তে পারে। সূত্রের খবর দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান।
দুর্ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা শাসক থেকে শুরু করে পুলিশ এবং স্বাস্থ্য কর্তাদের তিনি দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ করার নির্দেশ দিয়েছেন। বছর দুয়েক আগে কানপুরে ট্রে ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল শ দেড়েক মানুষের। এদিকে দীনদয়াল উপাধ্যায় জংশনে চালু হওয়া হেল্প লাইন নম্বর চালু হয়েছে। বিএসএনএলের চালু করা নম্বর হল 05412-254145। রেলের চালু করা নম্বর হল027-73677। পাটনা স্টেশনে বিএসেনএলের চালু করা নম্বর হল 0612-2202290, 0612-2202291, 0612-220229। আর রেলের চালু করা হেল্পলাইনটি হল 025-83288।