মঙ্গলবার মধ্যরাত থেকেই বাড়ল দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া।
নয়াদিল্লি: ইংরেজি নতুন বছরে মধ্যবিত্তদের জন্য খারাপ খবর বয়ে আনল ভারতীয় রেল। মঙ্গলবার মধ্যরাত থেকেই বাড়লো দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া। তবে শহরতলি অর্থাৎ লোকাল ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন হবে না। এদিন এক নির্দেশিকায় এমনই জানিয়েছে রেল মন্ত্রক। তাদের সংযোজন, ১ জানুয়ারি, ২০২০ থেকেই কার্যকরী দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেনের নতুন হারে এই ভাড়াবৃদ্ধি।
জানা গিয়েছে, সাধারণ (non-AC) প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া কিলোমিটার পিছু এক পয়সা করে বাড়ছে। পাশাপাশি সাধারণ কামরা-যুক্ত (non-AC) দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে দুই পয়সা প্রতি কিলোমিটার। দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের বাতানুকূল (AC) শ্রেণির জন্য ভাড়া বাড়ছে ৪ পয়সা প্রতি কিলোমিটার। শতাব্দী এবং রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনের ভাড়াবৃদ্ধিতেও সায় দিয়েছে মন্ত্রক। জানা গিয়েছে, দিল্লি-কলকাতাগামী রাজধানী প্রায় ১৪৪৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সেক্ষেত্রে নতুন ভাড়া-বিধি অনুযায়ী সেই ট্রেনে প্রায় ৫৮ টাকার মতো ভাড়া বাড়ল। ওই নির্দেশিকায় বলা আছে, সংরক্ষণ ফি (reservation fee) আর সুপার ফাস্ট চার্জের ওপর কোনও ভাড়াবৃদ্ধি হবে না। ইতিমধ্যে যে সকল যাত্রীরা টিকেট কেটে ফেলেছেন, সেই টিকিটের ওপরও কোনও অতিরিক্ত ভাড়া লাগবে না।