অন্ধ্রপ্রদেশ: শ্রীকাকুলামে নিজের জমির ফসলের দুরবস্থা দেখে মৃত্যু হয়েছে এক কৃষকের। জমির জল নিকাশী ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য তিনি সেখানে গিয়েছিলেন।
মৃত গোট্টিপল্লী চিন্নাস্বামী, অন্ধ্রপ্রদেশের শ্রীরাকুলামের মেলিয়াপুট্টি মন্ডলের কোসামালা গ্রামের বাসিন্দা। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘুর্ণিঝড় পেতাইয়ের কারণে ১১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরাল উড়িষ্যা সরকার
সোমবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে সাইক্লোন পেতাই। প্রায় ১৪০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে পেতাই-এর তান্ডবে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে ঘুরে সরকারী কর্মচারীদের নির্দেশ দিয়েছেন কত পরিমাণ শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত হিসেব তৈরি করতে।
Cyclone Phethai: অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়,মৃত ১, বিপর্যস্ত জনজীবন, ১০টি পয়েন্ট
ফসলের জমিতে পড়ে থাকা ওই কৃষকের নিথর দেহ সাধারণ মানুষের জীবনে সাইক্লোনের প্রভাবের এক বাস্তব উদাহরণে পরিণত হয়েছে।
দেখুন ভিডিও: