কৃষিকে ভিত্তি করে শিল্প স্থাপন অসম্ভব কোনও বিষয় নয়।
হাইলাইটস
- পশ্চিমবঙ্গের কৃষকদের শিল্পদ্যোগী হওয়ার সম্ভবনা রয়েছে
- স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ এবং চাহিদা
- রজ্যের কৃষকদের এই সমস্যা বেশি বলে মনে করেন বাণিজ্য মন্ত্রকের সচিব
কলকাতা: পশ্চিমবঙ্গের কৃষকদের শিল্পদ্যোগী হওয়ার সম্ভবনা রয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ এবং চাহিদা। দেশের অন্য অংশের থেকে এ রাজ্যের কৃষকদের এই সমস্যা বেশি বলে মনে করেন বাণিজ্য মন্ত্রকের সচিব সঞ্জিব চোপড়া। বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক সভায় একথাই জানালেন তিনি। গোটা বিশ্বেই চাষবাসের ধরনে বদল এসেছে।
সিঙ্গুর থেকে মিছিল করে ৫০,০০০ কৃষক ৫২ কিলোমিটার পথ হেঁটে পৌঁছলেন কলকাতায়
এখন কৃষিকাজ মানে শুধু ফসল উৎপাদন নয়। কৃষিকে ভিত্তি করে শিল্প স্থাপন অসম্ভব কোনও বিষয় নয়। তবে মারকেটিংয়ে জোর দিতে না পারলে কাঙ্খিত পরিবর্তন আসবে না। আর সেটা করতে গিয়েই সমস্যা হচ্ছে রাজ্যের কৃষকদের। তার একটা বড় কারণ অর্থ সমস্যা।
ফসলের দাম কম পাওয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়ে প্রতিবাদ নাসিকের কৃষকের
এই সভা থেকেই রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন কৃষকদের ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। বিশ্ব ব্যাঙ্কের এক প্রতিনিধি বলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের কৃষকদের আরও বেশি প্রযুক্তির ব্যবহার করতে হবে। সেটা করা গেলেই উৎপাদন বাড়বে। আর তা হলেই কৃষিকাজ থেকে শিল্প উদ্যোগ সম্ভব হবে। এ রাজ্যে বড় জমির সমস্যা অনেক দিনের।
জমি বড় না হওয়ায় উৎপাদনের সমস্যা হয়। মানে একলপ্তে অনেকটা উৎপাদন করা যায় না। আর তাই কৃষকদের হাতে চাহিদা মতো অর্থও থাকে না। সেটাই শিল্প করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেই এই সমস্যাটা নেই।
এখানে দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)