গত মঙ্গলবার থেকেই মঙ্গল সিংহ নিখোঁজ
নিউ দিল্লি: পূর্ব দিল্লিতে অনাহারে মৃত্যুর ঘটনা নিয়ে প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। না খেতে পেয়ে মারা গিয়েছিল একই পরিবারের যে তিনটি বোন, তাদের বাবা তাদের কোনও অজ্ঞাত ওষুধ খাইয়ে দিয়েছিল। গত মঙ্গলবার থেকেই তাদের বাবা নিখোঁজ।
তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, ওই তিন বোনের মধ্যে সবথেকে যে বড়, বয়স আট বছর, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1805 টাকা ছিল।
বমি এবং পেটখারাপে ভুগছিল ওই তিনটি শিশু। খাদ্যনালিতে কোনও বিষক্রিয়ার জন্যই এমনটা হয়েছিল বলে মনে করছেন চিকিৎসকরা। যদিও তাদের ঠিক পরিমাণে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) দেওয়া হয়নি বলেও জানা গিয়েছে তদন্ত রিপোর্ট থেকে। ঠিকঠাক ওষুধও পড়েনি। চিকিৎসকদের সন্দেহ এই কারণে হয়ে গিয়েছিল ডিহাইড্রেশন।
তদন্তে জানা গিয়েছে, ওই তিনটি শিশুর বাবা মঙ্গল সিংহ কিছু 'অজ্ঞাত ওষুধ' খাইয়েছিল তার মেয়েদের। গরম জলে গুলে খাওয়ানো হয়েছিল ওই ওষূধগুলো। 23 জুলাই রাতে। গত 24 জুলাই থেকেই মঙ্গল সিংহ নিখোঁজ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)