This Article is From Apr 22, 2020

দীর্ঘ রোগভোগের পর মুম্বইয়ে প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা

জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর মা শান্তিময়ী চক্রবর্তী এখন মুম্বইতে

দীর্ঘ রোগভোগের পর মুম্বইয়ে প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা

ছবিটি শেয়ার করা হয়েছে মিঠুন চক্রবর্তীর ফ্যান পেজের তরফে. (courtesy mithin_chakraborty_)

হাইলাইটস

  • মঙ্গলবার প্রয়াত হন মিঠুন চক্রবর্তীর বাবা
  • এখন বেঙ্গালরুতে আটকে রয়েছে মিঠুন চক্রবর্তী
  • মুম্বইয়ে রয়েছে অভিনেতার ছেলে মিমো চক্রবর্তী
নয়াদিল্লি:

মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত মিঠুন চক্রবর্তী বাবা বসন্ত চক্রবর্তী। জানা গিয়েছে; দীর্ঘ রোগভোগের পর ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা চক্রবর্তী টুইটারে বুধবার এই খবর প্রকাশ্যে এনেছেন। 
তিনি লিখেন; "মিঠুন দা, তোমার বাবার এই হঠাৎ মৃত্যুতে আমার গভীর সমবেদনা। উনার আত্মার শান্তি কামনা করি।" এই খবর প্রকাশ্যে আসতেই সমবেদনা জানিয়ে রি-টুইট করেন অন্য নেটিজেনরা। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বেঙ্গালুরুতে আটকে রয়েছেন মিঠুন চক্রবর্তী বাবার শেষকৃত্যে যোগ দিতে মুম্বই আসার চেষ্টা করছেন তিনি। মিঠুন চক্রবর্তীর বাবা বসন্ত কুমার চক্রবর্তীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেনন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর মা শান্তিময়ী চক্রবর্তী এখন মুম্বইতে। এই সঙ্কটের সময়ে ঠাকুমার সঙ্গে আছেন নাতি মিমো চক্রবর্তী।  এদিকে তাসখন্দ ফাইলে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। হাতে রয়েছে রামগোপাল বর্মার একটি ছবির কাজ।

.