This Article is From Jul 17, 2018

রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যান ও নেতাদের সঙ্গে বৈঠক অর্থ কমিশনের

পঞ্চদশ অর্থ কমিশন গতকাল রাজ্যের বারোটি পৌরসভার চেয়ারম্যান, রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, বিধায়ক এবং জেলা পরিষদের কর্তাদের সঙ্গে বৈঠক করল।

রাজ্যের পুরসভাগুলির চেয়ারম্যান ও নেতাদের সঙ্গে বৈঠক অর্থ কমিশনের

অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিংহকে এই রাজ্যে অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

পঞ্চদশ অর্থ কমিশন গতকাল রাজ্যের বারোটি পৌরসভার চেয়ারম্যান, রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, বিধায়ক এবং জেলা পরিষদের কর্তাদের সঙ্গে বৈঠক করল। এই মুহূর্তে রাজ্যের অর্থনীতির একটি স্পষ্ট চিত্র পাওয়ার জন্যই এই আলোচনা বলে জানা গিয়েছে।

অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিংহকে এই রাজ্যে অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থ কমিশন যে যে রাজ্যগুলি পরিদর্শন করল, পশ্চিমবঙ্গ তাদের মধ্যে পঞ্চমতম।

“রাজ্যে কেন্দ্রীয় আয়করের বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটির প্রভাব বিষয়ে ব্যাপারে আমরা আলোচনা করেছি। এছাড়া, আয়কর থেকে পাওয়া মোট সম্পদ রাজ্যগুলির মধ্যে বন্টন করা বিষয়ে কেন্দ্রের নীতির ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে”।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.