This Article is From Dec 16, 2019

‘‘ক্যাব-এনআরসি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে’’: মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব (সংশোধন‌ী) আইন সম্পর্কে মমতা জানান, ‘‘আমি যতদি‌ন বেঁচে আছি, এই রাজ্যে নাগরিকত্ব আইন বা এনআরসি করতে দেব না।’’

‘‘ক্যাব-এনআরসি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে’’: মুখ্যমন্ত্রী

এদিনের মিছিলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর সরকার রাজ্যে এনআরসি ও সিএএ চালু করতে দেবে না।

রাজ্যে নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি প্রয়োগ করতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে করতে হবে। সোমবার মহামিছিলে (Mega Rally) এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । পাশাপাশি সোমবারের মহামিছিলে মুখ্যমন্ত্রী অভিযোগ জানালেন, কিছু মানুষকে অর্থের বিনিময়ে রাজ্যে হিংসা ছড়ানোর জন্য নিয়োগ করেছে বিজেপি। এমনকী, রাজ্যে বহিরাগতরাও এসে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। এই বহিরাগতরা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বন্ধু হওয়ার ভান করে তাদের হিংসা ছড়ানোর উস্কানি দিচ্ছেন বলে জানান তিনি। এদিনের মহামিছিল রেড রোড থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত গিয়ে শেষ হয়। তৃণমূল সুপ্রিমো এদিনের মিছিলে জানিয়ে দেন, তাঁর সরকার রাজ্যে এনআরসি ও সিএএ চালু করতে দেবে না।  এদিনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের বাইরে থেকে আসা কিছু বহিরাগত, যারা সংখ্যালঘুদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে তাদের হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছে। এরা বিজেপির অনুগত। এদের ফাঁদে পা দেবেন না।''

‘‘একলা চলো রে'', নাগরিকত্ব আইনের মহামিছিলে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের

নাগরিকত্ব (সংশোধন‌ী) আইন সম্পর্কে মমতা জানান, ‘‘আমি যতদি‌ন বেঁচে আছি, এই রাজ্যে নাগরিকত্ব আইন বা এনআরসি করতে দেব না। আপনারা আমার সরকারকে বাতিল করতে পারেন অথবা আমাকে জেলে ভরতে পারেন, আমি কখনওই এই কালো আইনকে প্রয়োগ করতে দেব না। আমি গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ চা‌লিয়ে যাব যতক্ষণ না এই আইন তুলে নেওয়া হবে।''

নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পড়ুয়াদের প্রতি পুলিশের অতিসক্রিয়তার নিন্দা করে তিনি বলেন, এমনটা কখনওই হয়া উচিত নয়। তিনি এও বলেন উত্তর-পূর্বের যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেদিকে আগে খেয়াল করুক, অন্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলার আগে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কয়েকটি ট্রেন পোড়ানোর ঘটনা ঘটায় কেন্দ্র রাজ্যের অধিকাংশ অঞ্চলেই ট্রেন চলাচল বন্ধ রেখেছে।

মুখ্যমন্ত্রী টুইট করে সোমবারের ‘‘মহামিছিলের'' কথা ঘোষণা করার পরই রাজ্যপাল টুইট করে জানিয়ে দেন তিনি ‘‘অত্যন্ত বিরক্ত'' এই ‘‘অসাংবিধানিক'' কাজে। তিনি টুইট করে জানান, ‘‘আমি অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের ক্যা-র বিরুদ্ধে মিছিল করার সিদ্ধান্তে। এটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীকে এই অসাংবিধানিক কাজ থেকে বিরত থাকতে বলছি এই সঙ্কট মুহূর্তে এবং এই মারাত্মক পরিস্থিতিকে শুধরানোর জন্য বলছি।'' 

নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে রাজ্যে শুরু হয়েছে হিংসাত্মক বিক্ষোভের ঘটনা। বহু জায়গায় রাস্তা অবরোধ, ট্রেন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের উদ্দেশে জানিয়ে দেন, ‘‘রাস্তা ও রেল অবরোধ করবেন‌ না। সাধারণ মানুষের হেনস্তা মেনে নেওয়া হবে না। যারা এটা করছে ও হাতে আইন হাতে তুলে নিচ্ছে তাদের ছাড়া হবে না। যারা বাসে আগুন লাগাচ্ছে, ট্রেনে আগুন লাগাচ্ছে ও জনতার সম্পত্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.