This Article is From Feb 20, 2019

জাল নোট কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার মালদার ব্যক্তি

এনআইএ-এর মুখপাত্র জানিয়েছেন, মালদা থেকে জাল নোট সংগ্রহ, পাচার, সরবরাহের তার সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে মালদা থেকে গ্রেফতার করা হয় তাহির ওরফে কালিয়াকে।

জাল নোট কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার মালদার ব্যক্তি

রাজ্যে জাল নোটের চক্র চালাত ধৃত ব্যক্তি, গুজরাটের জুনাগড় সহ দেশের বিভিন্ন জায়গায় সেই টাকা ছড়িয়ে দিত অপরাধীদের চক্রটি।(ছবি প্রতীকি)

নিউ দিল্লি:

জাল নোট কাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ, জুনাগড় কাণ্ডেও অভিযুক্ত জড়িত বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থার এক মুখপাত্র।

এনআইএ-এর মুখপাত্র জানিয়েছেন, মালদা থেকে "জাল নোট সংগ্রহ, পাচার, সরবরাহের তার সক্রিয়ভাবে জড়িত " থাকার অভিযোগে মালদা থেকে গ্রেফতার করা হয় তাহির ওরফে কালিয়াকে।

রাজ্যে জাল নোটের চক্র চালাত ধৃত ব্যক্তি, গুজরাটের জুনাগড় সহ দেশের বিভিন্ন জায়গায় সেই টাকা ছড়িয়ে দিত অপরাধীদের চক্রটি। তদন্তে নেমে জানুয়ারিতে ইউএপিএ ধারায় মামলা রুজু করে এনআইএ। তদন্তে জানা যায়, জাল নোটের অন্যতম সরবরাহকারী ছিল তাহির এবং তাকে খোঁজ চলছিল।

রাজ্যে গ্রেফতার জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য

মুখপাত্র জানিয়েছেন, বুধবার তাকে রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুজরাটের আহমেদাবাদের এনআইএ আদালতে তোলা হবে।

.