ভিড়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজের বিরুদ্ধে।
হাইলাইটস
- উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে এল
- সৌজন্যে মিনিট তিনেকের একটি মোবাইল ভিডিও
- তাতে দেখা যাচ্ছে উন্মত্ত জনতা তেড়ে আসছে পুলিশ ইন্সপেক্টরের দিকে
লখনউ: উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে এল। সৌজন্যে মিনিট তিনেকের একটি মোবাইল ভিডিও। তাতে শুরুর দিকে দেখা যাচ্ছে উন্মত্ত জনতা তেড়ে আসছে পুলিশ ইন্সপেক্টরের দিকে। আর পরের দিকে দেখা যাচ্ছে মাঠে নিথর দেহ পড়ে রয়েছে ইন্সপেক্টরের। ভিডিয়ো থেকে আরও স্পষ্ট সুবোধের সঙ্গে বছর কুড়ির যুবক সুমিতের মৃত্যুর যোগ আছে। এই ভিডিয়ো সম্পর্কে এখনও মত প্রকাশ করেনি উত্তরপ্রদেশ পুলিশ। তবে এ থেকে উঠে আসছে বেশ কিছু নতুন তথ্য। তাতে দেখা যাচ্ছে সুমিতের বুকের ক্ষত হয়েছিল। আর তাছাড়া তাঁর পরিবার বলছিল সুমিত ভিড়ের অংশ ছিলেন না, পাশ দিয়ে যাচ্ছিলেন মাত্র। কিন্তু সেই তত্ত্বও খারিজ হয়ে গিয়েছে কার্যত। ভিডিয়ো দেখা যাচ্ছে যে ভিড় থেকে পুলিশকে উদ্দেশ করে পাথর ছোঁড়া হচ্ছিল, সুমিত তারই অংশ ছিলেন।
বুলন্দশহরের ঘটনাকে 'বড় ষড়যন্ত্র' বললেন উত্তরপ্রদেশের পুলিশপ্রধান
আরও দেখা যাচ্ছে মাঠের মধ্যে ঢুকছে জনতা। সেখান থেকে কেউ কেউ বলছে গুলি চলে গিয়েছে। এরপর মাঠের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাঁর পাশ থেকে কাউকে বলতে শোনা যাচ্ছে মারো মারো, বন্দুক ছিনিয়ে নাও। ভিড়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বজরং দলের স্থানীয় নেতা যগেশ রাজের বিরুদ্ধে।