This Article is From Dec 12, 2018

একক বৃহত্তম দল, মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাচ্ছে কংগ্রেস

 যাদু সংখ্যা ১১৬-র থেকে দুটি আসন দূরে থামল কংগ্রেস। ইতিমধ্যেই  তাদের সমর্থন করার কথা  বলেছে মায়াবতীর দল

একক বৃহত্তম দল, মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাচ্ছে  কংগ্রেস

দুপুরেই মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সঙ্গে  দেখা  করবেন মধ্যপ্রদেশে কংগ্রেসের তিন বড় নেতা

হাইলাইটস

  • মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে চলেছে কংগ্রেস
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষমেশ পারল না বিজেপি
  • যাদু সংখ্যা ১১৬-র থেকে দুটি আসন দূরে থামল কংগ্রেস
ভোপাল:

একক বৃহত্তম দল হিসেবে  মধ্যপ্রদেশে  সরকার গঠনের দাবি জানাতে চলেছে কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষমেশ পারল না বিজেপি।

বিজেপিকে ‘পরাস্ত' করতে মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন দেবেন মায়া

যাদু সংখ্যা ১১৬-র থেকে দুটি আসন দূরে থামল কংগ্রেস। ইতিমধ্যেই  তাদের সমর্থন করার কথা  বলেছে কংগ্রেস। দুপুরেই মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের সঙ্গে  দেখা  করবেন মধ্যপ্রদেশে কংগ্রেসের তিন বড় নেতা  কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া  এবং দ্বিগবিজয় সিং। সরকার গড়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় প্রশ্ন নেতা নির্বাচন। আজই বৈঠকে বসতে চলেছে পরিষদীয় দল। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে  কমলনাথ। দলীয় সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। সারা রাত নাটকের পর প্রকাশ্যে  এসেছে মধ্যপ্রদেশ নির্বাচনের চূড়ান্ত ফলাফল। শেষমেশ ১১৪ টি আসন পেয়ে বৃহত্তম দল হয়েছে  কংগ্রেস।

বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান  জানিয়েছেন ১০৯ টি আসন পাওয়া  বিজেপি  সরকার গঠনের দাবি জানাবে না আর তিনিও পদ ছেড়ে দিচ্ছেন। তবে  গতকাল রাতে শোবা গিয়েছিল সরকার গড়ার দাবুই জানিয়ে রাজ্যপালের কাছে  যাবে  বিজেপিও। তবে  পরে  শিবরাজ জানান জনাদেশ পক্ষে না থাকায় তাঁরা সরকার গঠনের দাবি জানাবেন না।

গত  ১৫ বছর ধরে সরকার চালিয়েছে বিজেপি। কিন্তু এবার  শেষরক্ষা  হল না। নির্বাচনের বিশ্লেষণে দেখা যাচ্ছে  সংরক্ষিত আসন  এবং গ্রামীণ আসনে  বিজেপির ফল খারাপ হয়েছে।

.