১ ফেব্রুয়ারি অন্তবর্তীকালীন বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি (ফাইল ছবি)
নিউ দিল্লি: চিকিৎসা করাতে মার্কিন মুলুকে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ১ ফেব্রুয়ারি তিনি অন্তবর্তীকালীন বাজেট পেশ করতে পারবেন না বলে জল্পনা ছড়িয়েছে। সরকারী সূত্রে এনডিটিভি জানতে পেরেছে, বাজেট পেশ করতে দেশে ফিরবেন অর্থমন্ত্রী।
গত বছর কিডনি প্রতিস্থাপন হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মেডিক্যাল চেকআপের জন্য আমেরিকা গিয়েছেন তিনি। ফলে বাজেট এবং নির্বাচনের কয়েকমাস আগে জেটলি আমেরিকা পাড়ি দেওয়ায় জল্পনা রটে যায়, বাজেট পেশ করতে পারবেন না তিনি।
বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করা পারে। কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য ঘোষণা হতে পারে এবারের বাজেটে। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে চাষিদের ভার লাঘব করা ও আয় বৃদ্ধির জন্য কোনও ঘোষণার আশা রয়েছে। এছাড়াও আয়কর ছাড়ের ঊর্দ্ধসীমাও বাড়ানো হতে পারে বলে খবর।
আগামী মার্চের মধ্যেই নির্মল গঙ্গা উপহার, দাবি নীতীন গড়করির
২০১৬ পর্যন্ত ফেব্রুয়ারির শেষ কাজের দিনে বাজেট পেশ করা হত। ২০১৭ থেকে সেই প্রথার বদল করে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন।
এটি কেন্দ্রীয় সরকারের অন্তবর্তীকালীন বাজেট। কয়েকমাসের জন্য এই বাজেট পেশ করা হয়। তবে পূর্ণাঙ্গ বাজেটের মতোই গত বছরের আর্থিক হিসেন নিকেষ থাকে এই বাজেটে। এছাড়াও নির্বাচন পর্যন্ত সরকারী খরচের হিসাবও থাকে। এরপর বাজেট পেশ করবে নতুন সরকার।
লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট। ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।