ভারত বিনিয়োগের আদর্শ জায়গা, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্মেলনে বললেন Nirmala Sitharaman
হাইলাইটস
- বিনিয়োগকারীরা ভারতের চেয়ে ভাল জায়গা আর খুঁজে পাবেন না: অর্থমন্ত্রী
- ভারত দ্রুত উন্নয়নশীল অর্থনীতির একটি দেশ: নির্মলা সীতারামন
- অর্থনৈতিক সংস্কারের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ করছে সরকার, দাবি তাঁর
ওয়াশিংটন: বিশ্ব আঙিনায় দাঁড়িয়ে ভারতে বিনিয়োগের জন্যে দরাজ আহ্বান জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি (Finance Minister) বলেন যে, দেশের সরকার গণতন্ত্রপ্রেমী হলেও পুঁজিবাদীদের সমান শ্রদ্ধা করে। তাই বিনিয়োগকারীরা ভারতের চেয়ে (Invest in India) এমন উপযুক্ত পরিবেশ বিশ্বে আর কোথাও খুঁজে পাবেন না বলেও দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইএমএফ সদর দফতরে দাঁড়িয়ে তিনি (Nirmala Sitharaman) আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে এক পারস্পরিক মত বিনিময় অনুষ্ঠানে এমন আশ্বাসও দেন যে সরকার দেশে অর্থনৈতিক সংস্কার আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কেন ভারত বিনিয়োগের আদর্শ জায়গা, এই বিষয়ে ওই অনুষ্ঠান থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে একের পর এক যুক্তি তুলে ধরেন নির্মলা সীতারামন। "দেশ (ভারত) আজও একটি দ্রুত উন্নয়নশীল (অর্থনীতি ) দেশগুলির মধ্যে একটি। এর মধ্যে রয়েছে সর্বোত্তম দক্ষ জনশক্তি এবং এমন একটি সরকার যা নিয়মিতভাবে গণতন্ত্র ও আইনের শাসনের নিয়ম মেনেইদেশের অর্থনৈতিক সংস্কারের জন্যে যা প্রয়োজন তা করে চলেছে" , বুধবার ওই আন্তর্জাতিক মঞ্চ থেকে বলেন তিনি।
মনমোহন-রঘুরামের আমলে সবচেয়ে বেশি ধুঁকছিল পাবলিক সেক্টর ব্যাংক: অর্থমন্ত্রী নির্মলা
"সুতরাং আপনাদের বিনিয়োগোর জন্যে ভারতের থেকে ভাল আর কিছু হবে না ... ভারতে গণতন্ত্রপ্রেমী, এথচ সেখানে পুঁজিবাদী-শ্রদ্ধার পরিবেশও রয়েছে ..." আমেরিকার সহযোগিতায় ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এফআইসিসিআইয়ের আয়োজিত অনুষ্ঠানে ওই কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম।
বীমা ক্ষেত্রে বিনিয়োগের উপর নির্ধারিত শর্ত অপসারণের জন্য কেন সরকার কোনও পদক্ষেপ করছে না, প্রধান বীমা সংস্থাগুলির এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এই খাতে বিনিয়োগের উপরের শর্তগুলি অপসারণের জন্য অনুরোধ করছেন তাদের ভেবে দেখা দরকার যে এই খাতে তাদের জন্যে কী কী প্রত্যাশা রয়েছে।
তবে তিনি এই আশ্বাসও দেন যে, বীমা ক্ষেত্রে বিনিয়োগকারীরা তাঁকে বিনিয়োগের বিশদ বিবরণ পাঠাতে পারেন, তিনি বিষয়গুলি খতিয়ে দেখবেন।
জিএসটির ঘাটতি দূর করতে কর বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চাইলেন নির্মলা সীতারামন
এই সরকার সকলের কথা শুনতে চায় এবং সকলের সঙ্গে মত বিনিময়ও করে, দাবি করেন নির্মলা সীতারামন।পাশাপাশি দেশে কর্পোরেট খাত এবং বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বাসের ঘাটতি নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। সরকার ভারতের আর্থিক ঘাটতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ, একথাও বলেন তিনি। ভারতীয় অর্থনীতির মন্দা কাটাতে সরকার সবরকমের পদক্ষেপ করছে বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী।
একইভাবে, দেশের জনগণের হাতে অর্থ বৃদ্ধি করার জন্য দেশের ব্যাঙ্কিং ব্য়বস্থা ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। মানুষ প্রয়োজনে যাতে ঋণ পায় সে ব্যবস্থার দিকেও নজর দেওয়ার কথা তুলে ধরেন নির্মলা সীতারামন।
দেখুন ১৬.১০.২০১৯-এর সেরা খবর: