Read in English
This Article is From Jan 13, 2020

অর্থমন্ত্রীকে ‘‘সুইটি’’ সম্বোধন টুইটারে, জবাবে কী বললেন তিনি

অর্থমন্ত্রীর জবাবের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। আবার তাঁকে ‘সুইটি’ সম্বোধন করায় অনেকেই কড়া সমা‌লোচনা করেন সঞ্জয় ঘোষের।

Advertisement
অল ইন্ডিয়া Written by , Edited by

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ‘‘সুইটি’’ সম্বোধন করলেন এক নেটিজেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman)  ‘‘সুইটি'' সম্বোধন করলেন এক নেটিজেন। ওই ব্যক্তির অভিযোগ ছিল, অর্থমন্ত্রীর একটি টুইট নিয়ে। তাঁর দাবি, ওই টুইটে স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) যে উদ্ধৃতি দিয়েছেন অর্থমন্ত্রী, তা ভুল। রবিবার ছিল স্বামী বিবেকানন্দর জন্মতিথি। সেই উপলক্ষে টুইটারে স্বামী বিবেকানন্দর একটি বাণী উদ্ধৃত করেন অর্থমন্ত্রী। সেই বাণীটি ছিল, ‘‘ওঠো, জাগো এবং আর স্বপ্ন নয়।'' তিনি এও জানিয়ে দেন, বিবেকানন্দর রচনাবলীর চতুর্থ খণ্ডের ৩৮৮-৩৮৯ পাতা থেকে তিনি এই উদ্ধৃতিটি দিয়েছেন। এরপরই অর্থমন্ত্রীকে আক্রমণ করেন জনৈক টুইটেরাত্তি সঞ্জয় ঘোষ। তিনি দাবি করেন, অর্থমন্ত্রী উদ্ধৃত অংশের শেষটা ভুল। তিনি বলেন আসল উদ্ধৃতিটি হল ‘‘ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।'' তিনি জানান কঠোপনিষদ থেকে এই উদ্ধৃতি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ।

প্রসঙ্গত, ‘‘ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না''— এই শ্লোকটি কঠোপনিষদে রয়েছে। পরে অষ্টাদশ শতাব্দীতে এই শ্লোকটি উচ্চারণ করেন স্বামী বিবেকানন্দ।

সঞ্জয় ঘোষের দাবিকে অবশ্য উড়িয়ে দেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন জানান, তিনি যে উদ্ধৃতিটি তুলে দিয়েছেন সেটি ১৯৯৮ সালের আগস্টে লেখা ‘জাগ্রত ভারত' থেকে তুলে দেওয়া। এবং তিনি এও জানান, তিনি উদ্ধৃতির নীচে সূত্রটিও উল্লেখ করে দিয়েছেন।

অর্থমন্ত্রীর জবাবের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। আবার তাঁকে ‘সুইটি' সম্বোধন করায় অনেকেই কড়া সমা‌লোচনা করেন সঞ্জয় ঘোষের।

আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী হিসেবে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।

গত সপ্তাহে বাজেট সংক্রান্ত প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার জন্য সমালোচিত হন অর্থমন্ত্রী। ওই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement