কেন স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে অর্থমন্ত্রী এই ঘোষণা করলেন, ব্যাখ্যা করলেন নির্মলা সীতারামন।
নয়াদিল্লি: বুধবার ই-সিগারেট (E-cigarettes) নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ব্যবসায়ী কিরণ মজুমদার শ (Kiran Mazumdar Shaw) টুইটে প্রশ্ন তুললেন, কেন স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে অর্থমন্ত্রী এই ঘোষণা করলেন? বায়োকন সংস্থার চেয়ারম্যান আরও জানতে চান কেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কোনও ঘোষণা করছেন না? কিরণ তাঁর টুইটে লেখেন, ‘‘ই-সিগারেট ব্যান হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন। এটা কি স্বাস্থ্যমন্ত্রীর জানানোর কথা ছিল না? গুটখা নিষিদ্ধ করারই বা কী হবে? অর্থমন্ত্রীর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কোনও অর্থনীতি সংক্রান্ত ঘোষণারই বা কী হবে? '' কিরণের টুইটের উত্তর দিয়েছেন নির্মলা। জানিয়েছেন কেন এই ঘোষণা তিনি করেছেন স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, মন্ত্রীদের একটি গ্রুপের সভাপতি হিসেবে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা তিনি করেছেন।
যুবা, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ই-সিগারেট নিষিদ্ধ; ঘোষণা সরকারের
অর্থমন্ত্রী টুইটে লেখেন, ‘‘কিরণজি, কয়েকটা ব্যাপার— সাংবাদিক সম্মেলনটা ছিল মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাপারে। আমি জানিয়েছিলাম আমি ওখানে ছিলাম এই বিষয়টি যাঁরা দেখছিলেন, সেই মন্ত্রীদের গ্রুপের সভাপতি হিসেবে। এক আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে ড. হর্ষ বর্ধন এই মুহূর্তে দেশে নেই।''
প্লাস্টিক মুক্ত ভারত গড়তে সিগারেটের শেষ অংশ টুকুও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র
তিনি আর জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর প্রয়োজন পড়লে তিনিও উপস্থিত থাকেন। এছাড়াও স্বাস্থ্য সচিব তাঁর সঙ্গে ছিলেন। তিনিই বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, ‘‘এগুলি নিয়ম। আপনি জানেন, যা সরকারি সাংবাদিক সম্মেলনে মেনে চলা হয়।''
অর্থমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি বারবার অর্থনীতিকে উজ্জীবিত করার কথা বলছেন।
পরে কিরণ টুইট করে উত্তর দেন। লেখেন, ‘‘আমি এবার বুঝেছি এবং আমি ভুল শুধরে নিয়েছি। আমার সংশয় দূর করতে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। আপনার উত্তরের জন্য সত্যিই কৃতজ্ঞ।''
বুধবার অর্থমন্ত্রী ঘোষণা করেন, ই-সিগারেট নিষিদ্ধ করা হচ্ছে, কারণ এর ফলে ছোটরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে।
গত কয়েক সপ্তাহে নির্মলা সীতারামন নিয়মিত সাংবাদিক সম্মেলন করছেন নানা ঘোষণার জন্য। আর্থিক বৃদ্ধির হার রেকর্ড পরিমাণে হ্রাস পাওয়ার পর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা বক্তব্য তিনি রেখেছেন।