This Article is From Jan 31, 2020

মহিলা প্রতিবাদীর বিরুদ্ধে কুকথা, এফআইআর দায়ের দিলীপ ঘোষের বিরুদ্ধে

ওই তরুণী বলেন, ‘‘আমাদের দেশের মেয়েরা নিরাপদ নয়। প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা এখানে ধর্ষিতা হন। আমি দিলীপ ঘোষের মন্তব্যে অবাক হইনি।’’

মহিলা প্রতিবাদীর বিরুদ্ধে কুকথা, এফআইআর দায়ের দিলীপ ঘোষের বিরুদ্ধে

অশালীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার এফআইআর দায়ের হল দিলীপ ঘোষের বিরুদ্ধে।

হাইলাইটস

  • এফআইআর দায়ের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে
  • এক মহিলার উদ্দেশে কুকথা বলার অভিযোগে দায়ের এফআইআর
  • এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক খবরটি নিশ্চিত করেছেন
কলকাতা:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদী এক মহিলার উদ্দেশে কুকথা বলার অভিযোগে এফআইআর দায়ের (FIR Against Dilip Ghosh) করা হল বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। দিলীপ ঘোষ বলেছিলেন, ওই তরুণী ভাগ্যবান যে তাঁর পোস্টারটি কেবল ছিঁড়ে দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার এফআইআর দায়ের হল দিলীপের বিরুদ্ধে। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক খবরটি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই তরুণী অভিযোগ জানিয়ে বলেছিলেন, তাঁকে মৌখিক ভাবে নিগ্রহ করেছে বিজেপির কর্মীরা। তারা তাঁর পোস্টারটি ছিঁড়ে ফেলে বলেও অভিযোগ করেন তিনি।

Nirbhaya Case: "দম্ভ নিয়ে আইনজীবী এজলাসে বলেছেন ফাঁসি হবে না": নির্ভয়ার মা

দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের বলেন, তাঁর দল যা করেছে ঠিক করেছে। তিনি বলেন, ‘‘ওঁর ভাগ্য ভাল যে শুধু পোস্টার কেড়ে ছেড়ে দিয়েছে। আর কিছু করেনি। কেন সব সময় আমাদের মিছিলের সামনে আসতে হবে প্রতিবাদ করতে? ওঁরা অন্য অনুষ্ঠানে যেতে পারেন। আমরা অনেক সহ্য করেছি এবং আর কোনও উৎপাত সহ্য করব না।''

জামিয়ার বন্দুকবাজ নাবালক, দাবি তার স্কুলের ম্যানেজারের

ওই তরুণী সংবাদমাধ্যমকে পরে বলেন, দিলীপ ঘোষ যৌনগন্ধী মন্তব্য করেছেন এবং খুনে মানসিকতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমাদের দেশের মেয়েরা নিরাপদ নয়। প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা এখানে ধর্ষিতা হন। আমি দিলীপ ঘোষের মন্তব্যে অবাক হইনি।''

.