This Article is From Nov 19, 2018

দিল্লির কারখানায় আগুন লেগে মৃত চার

আজ বেলা  সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আধ ঘণ্টার মধ্যেই  নিয়ন্ত্রণে আসে আগুন

দিল্লির কারখানায় আগুন লেগে মৃত চার

মধ্য দিল্লির ঘনবসতি পূর্ণ  এলাকায়  সোমবার এই ঘটনাটি ঘটেছে।

হাইলাইটস

  • করলবাগের কারখানায় আগুন লেগে চার জনের মৃত্যু
  • বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে
  • আগুন লাগার কারণ এখনও জানা যায়নি
নিউ দিল্লি:

দিল্লির করলবাগের কারখানায় আগুন লেগে  চার জনের মৃত্যু। মধ্য দিল্লির ঘনবসতি পূর্ণ  এলাকায়  সোমবার এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে  যায়  দমকলের  দুটি  ইঞ্জিন। আজ বেলা  সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আধ ঘণ্টার মধ্যেই  নিয়ন্ত্রণে আসে আগুন। তবে  আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

 

.