এ পর্যন্ত, ঘটনাস্থল থেকে তিন শিশু সহ ছয়জনকে উদ্ধার করা হয়েছে
নিউ দিল্লি: উত্তর দিল্লির স্থানীয় এলাকার একটি বাড়িতে আগুন লাগার কারণে শনিবার দিল্লির শালিমার বাগে তিন মহিলা মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন। বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এ পর্যন্ত, ঘটনাস্থল থেকে তিন শিশু সহ ছয়জনকে উদ্ধার করা হয়েছে। ছাদের দরজা ভেঙে পুলিশ বাড়িটির ভেতরে ঢোকে এবং উদ্ধার করে দুই অচেতন মহিলাকে।নিহতরা হলেন- কান্তা (৭৫), কিরণ শর্মা (৬৫) এবং সোমবতী (৪২)
সন্ধ্যা ৬ টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটার পর, দমকল বাহিনীর সাতটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে।
গত সপ্তাহে, উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের জনবহুল অনজ মান্ডিতে রবিবার ভোর পাঁচটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড (Delhi Fire) ঘটেছে এক কারখানায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তেতাল্লিশ জনের।এই ঘটনার জেরে আহত হয় ৬২ জন। এর আগে রাজধানীর উপহার সিনেমায় আগুন লাগার ফলে মারা যান ৫৯ জন ও আহত হয়েছিলেন ১০০-র বেশি মানুষ। এটিকে দিল্লির সবচেয়ে বড়ো 'ট্রাজেডি' বলা হয়।