আজ সকালে সল্টলেকের সেক্টর ফাইভে আগুন লাগে।
সল্টলেক: সল্টলেকের সেক্টর ফাইভে অগ্নিকাণ্ড। অফিস টাইমে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা।তবে নিরাপদেই নামিয়ে আনা হয় অফিসের কর্মীদের। দমকলের ৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সকালে সল্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিং-এর তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিসের কর্মীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন।ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলে আগুন লাগার ফলে হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করে উৎস্থলে পৌঁছাতে হয় দমকলকর্মীদের। নিরাপদে নামিয়ে আনা হয় অফিসের কর্মীদের।
তিনতলা ছাড়াও অন্যান্য কয়েকটি তল থেকেও ধোঁয়া বের হতে দেখা যায়। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায় নি। তবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।