Fire At ONGC Plant: মঙ্গলবার মুম্বইয়ের কাছে ওএনজিসির একটি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নয়া দিল্লি: মঙ্গলবার সকালে মুম্বইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ওএনজিসির (ONGC) একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ হয়েছে, আহত একাধিক, জানিয়েছেন ওএনজিসির আধিকারিকরা। পুলিশ এই প্ল্যান্টের চারপাশে ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে।দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওএনজিসি জানিয়েছে, মুম্বই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্ল্যান্টে আগুন লাগে। তৈল প্রক্রিয়াজাতকরণ পদার্থের যাতে কোনও ক্ষতি না হয় তাই সেগুলো ৩৩০ কিলোমিটার দূরের গুজরাটের হাজিরায় অন্য একটি প্ল্যান্টে গ্যাস ডাইভার্ট করা হচ্ছে, ট্যুইট করে জানিয়েছে ওই সংস্থা।
প্রত্যক্ষদর্শীদের মতে, উরান প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।