मुंबई:
মুম্বাইয়ের ওয়ারলিতে 33 তলা বিশিষ্ট একটি ইমারতে আগুন লেগেছে, সেই ইমারতের উপরের তলায় আগুন লেগেছে। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে।মুম্বই পুলিশ টুইট করে জানিয়েছে যে, দমকলের লোকেরা ঘটনাস্থলেই উপস্থিত আছে এবং আগুন নেভানোর কাজ দ্রুত গতিতে হচ্ছে। তারা নিজেদের তরফ থেকে আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করে চলেছে। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে, এই ইমারতে বসবাসকারী 90 শতাংশ লোককে নিরাপদে বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
33 তলা বিশিষ্ট এই ইমারতে দুপুর 2 টো বেজে 16 মিনিটে আগুন লেগেছে বলে জানতে পারে দমকল বাহিনী। তৎপরতার সাথে 5 টি ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।
সাংবাদিকদের মতে এই ইমারতের দুটি তলা প্রচন্ড পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে।দমকল বিভাগের অধিকারী জানিয়েছে, এই মাসে সাউথ মুম্বাইতে অবস্থিত ইনকাম ট্যাক্সের অফিসেও আগুন লেগেছিল। যদিও তাতে কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। তারা জানিয়েছে যে, ইনকাম ট্যাক্স ইমারতের তৃতীয় তলায় আগুন লেগেছিল।
VIDEO: মুম্বাইয়ের ইমারতে আগুন,দমকলের 16 টি গাড়ি পৌঁছে গেছে