This Article is From Oct 15, 2018

উৎসবের বোধনেই কলকাতায় আগুন- আতঙ্ক!

মহাষষ্ঠীর বিকেলেই কলকাতায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ল রসায়নিকের গুদাম। ট্যাংরার ডিসি দে রোডের একটি গুদামে আগুন লাগে।

Advertisement
Kolkata Posted by

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় মধ্য কলকাতার বাগরি মার্কেট।

Highlights

  • মহাষষ্ঠীর বিকেলেই কলকাতায় ভয়াবহ আগুন
  • ট্যাংরার ডিসি দে রোডের একটি গুদামে আগুন লাগে
  • কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে?
কলকাতা:

মহাষষ্ঠীর বিকেলেই কলকাতায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ল রসায়নিকের গুদাম। ট্যাংরার ডিসি দে রোডের একটি গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ছ’টি ইঞ্জিন। কিন্তু তাতে আগুন না নেভায় ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে। কারও ভেতরে  আটকে  থাকার খবর নেই। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেই তৎপর হয়ে  ওঠেন দমকল কর্মীরা। এদিকে রাস্তার দুপাশে দমকলের ইঞ্জিন দাঁড়িয়ে থাকায় রাস্তায় গাড়ির চাপও বাড়ে।   

কলকাতায় বাজার গুদামে আগুন লাগার  ঘটনা এখন আর নতুন কিছু নয়, বিশ্বকর্মা পুজোর ঠিক আগে ভয়াবহ আগুনে  পুড়ে ছাই হয়ে যায় মধ্য কলকাতার বাগরি মার্কেট। গোটা বাড়িটাই প্রায় পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতাই এতটাই  বেশি ছিল টানা  তিন দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা  যায়নি। তার আগে  হাতিবাগান বাজারের আগুনের কথাও মনে রাখা  দরকার। একইভাবে শিয়ালদার সূর্য সেন বাজারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গও চলে আসে স্বাভাবিক ভাবে। সেই ঘটনায় মৃতের সংখ্যা কুড়ি ছাড়িয়েছিল। আর এদিন যেখানে আগুন লাগল সেই  ট্যাংরাও এর আগে  বহুবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে। সেই স্মৃতিই ফিরে এল ষষ্ঠীর সন্ধ্যায়। বাজার বা গুদামের বেশিরভাগ আগুনই লাগে পরিকাঠামো বা দেখভালের অভাবে।     

 

Advertisement
Advertisement