কলকাতা: কয়েকদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল তিলোত্তমা। বড়বাজারের বাগরী মসজিদে লেগে যাওয়া সেই আগুন নেভাতে প্রচুর কালঘাম ছুটিয়েও দমকলের লেগে গিয়েছিল দিন পাঁচেক সময়। এই মাসের শুরুতেই গান্ধী জয়ন্তীর দিন বিস্ফোরণ হয়েছিল দমদমের নাগেরবাজার অঞ্চলে। প্রাণ হারিয়েছিল আট বছরের এক শিশু সহ মোট দু'জন। আবার দুর্ঘটনার কবলে পড়ল সেই দমদমই। এবার আগুন লাগল দমদমের এক ঝুপড়িতে। আজ সকালে ডায়মন্ড প্লাজা নামের এক বহুতলের ঠিক পিছনেই অবস্থিত ঝুপড়িটিতে আগুন লেগে যায় আচমকা। ওই ঝুপড়িটি নাগেরবাজার মোড়ের কাছেই অবস্থিত। সকাল দশটায় আগুন লাগে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন।
আগুন নেভাতে সময় লাগে বেশ কয়েকঘন্টা। ঝুপড়িটি খালি করে দেওয়া হয়েছে। ঝুপড়ির ভিতর এমন কোনও দাহ্য বস্তু ছিল কি না, যা থেকে আগুন লেগে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।