বিধ্বংসী আগুনে ভস্মীভূত শিলিগুড়ি বাজারের ৭টি দোকান। (ছবি ফাইল)
হাইলাইটস
- বিধ্বংসী আগুনে ভস্মীভূত শিলিগুড়ি বাজেরের ৭টি দোকান
- বুধবার ব্যস্ত সময়ে লেগেছিল এই আগুন
- দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে
শিলিগুড়ি: বুধবারের ব্যস্ত সময়ে আগুন লেগে ভস্মীভূত শিলিগুড়ির (Siliguri Fire Mishap) ৭টি দোকান। জানা গেছে, শহরের রবীন্দ্র নগর বাজারে লেগেছিল এই আগুন। দমকলের ৫ টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। স্থানীয় সূত্রের খবর, বাজারে অবস্থিত দোকানগুলো খোলার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছিল এলাকা। স্থানীয় ব্যাবসায়ীরাই দমকলে খবর দেন। ৫টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণ এসেছে। যদিও দমকল পৌঁছনোর আগেই পুড়ে গিয়েছিল বাজেরের ৭টি দোকান, এদিন জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে, প্রাণহানি বা অগ্নিদগ্ধের কোনও খবর নেই বলেই জানিয়েছেন এক দমকল আধিকারিক (Fire Tender Official)।
ওই বাজারের ব্যবসায়ীদের দাবি, "বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে ৭ টি দোকান। আরও দু'টি দোকান ক্ষতিগ্রস্থ। সম্ভবত, শর্ট সার্কিট থেকে লেগেছিল এই আগুন। দমকল আধিকারিক এ বর্ধন বলেছেন, "আমরা যথাসম্ভব চেষ্টা করেছি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে। ঠাণ্ডা হাওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু প্রাণহানি এড়িয়েই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।" আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।