আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে
কলকাতা: আচমকা আগুন লেগে গেল কলকাতা বিমানবন্দরের রানওয়ের সামনে। যদিও, আগুন লেগে যাওয়া সত্ত্বেও তেমন কোনও নেতিবাচক রিপোর্ট আসেনি, তার কারণ একটাই, আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরের কাছের রানওয়ের ঘাসে প্রথমে আগুন লেগে যায় বলে জানিয়েছে সূত্র।
যদিও আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলের চারটি আগুন নিয়ন্ত্রক গাড়ির সহায়তায় আগুনটি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
এই ঘটনার ফলে কলকাতা বিমানবন্দরের বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পোকামাকড় তাড়ানোর জন্য আগুন ব্যবহার করতে গিয়ে এই আগুন লাগার কাণ্ডটি ঘটে বলে জানা গিয়েছে।