This Article is From Feb 12, 2019

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫, জারি তল্লাশি

সোমবার উত্তর ২৪ পরগনার ঘোলার প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ। তাঁদের উদ্ধারে জারি রয়েছে তল্লাশি অভিযান।

Advertisement
Kolkata
কলকাতা:

সোমবার উত্তর ২৪ পরগনার ঘোলার প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ। তাঁদের উদ্ধারে জারি রয়েছে তল্লাশি অভিযান।

গতকাল দুপুরে উত্তর ২৪ পরগনার ঘোলার একটি প্লাস্টিক কারখানায় হঠাৎই আগুন লাগে। প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রাখায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চারিদিক ভরে যায় কালো ধোঁয়ায়। দমকলের ২৫ টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিকের কারখানাটি।

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন

সোমবারই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, অগ্নিনির্বাপণের পুরো প্রক্রিয়া তদারকি করেন তিনি। মঙ্গলবার অগ্নিকাণ্ডে বিধ্বস্ত কারখানাটিতে যান রাজ্যের অর্থমন্ত্রী তথা এলাকার বিধায়ক অমিত মিত্র। এলাকাটি ঘুরে দেখেন তিনি, পাশাপাশি ৫ জন নিখোঁজ বলে জানান তিনি। দমকল, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন দফতরের ৮ টি দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।নিখোঁজ ব্যক্তিরা কারখানার কর্মী বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

দিল্লির বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭

অর্থমন্ত্রী তথা এলাকার বিধায়ক অমিত মিত্র জানিয়েছেন, ঘটনায় অভিযোগ দায়ের করা হবে এবং যদি কোনও গাফিলতি ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement