কাতারগামী বিমানটির উড়ান পিছিয়ে গেল পাঁচঘন্টা।
কলকাতা: বিমান উড়তে গিয়ে বিপত্তি! পাইলটের চোখে পড়ল অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে অগ্নিসংকেত দেখাচ্ছে। তড়িঘড়ি সতর্কতা জারি করে দিল এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। যে বিমানটির ভোর তিনটে পনেরোর সময় উড়ে যাওয়ার কথা ছিল, তার উড়ান পিছিয়ে গেল পাঁচঘন্টা। বৃহস্পতিবার শেষ রাতে এই ঘটনাটি ঘটে দমদম বিমানবন্দরে। কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪১ বিমানটির দোহার উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ওই সময়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সতর্কতা জারি করার পর তা স্ঘতিত হয়ে যায়। যদিও, একঘন্টা বাদেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়। ওই বিমনাটির সবকটি বিভাগ খতিয়ে দেখেন ইঞ্জিনিয়ারদের একটি দল। তারপরই যাত্রীদের বিমানে ওঠার ব্যাপারে অনুমতি দেওয়া হয় বলে জানান বিমানবন্দরের এক আধিকারিক।
সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর সকাল আটটা এগারো মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে উড়ে যায় ওই বিমানটি।