কলকাতা: রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সোমবার প্রত্যাশামতোই কলকাতা পুরসভায় ১৪৪ সদস্যের মধ্যে ১২১ জন সদস্যের ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হলেন। এই নির্বাচনটি গোপন ব্যালটে হয়। ফিরহাদ হাকিমের বিপক্ষে দাঁড়িয়েছিলেন বিজেপির মিনা দেবী পুরোহিত।
ক্লাস নিয়ে বাড়ি চলে যাবেন না, পড়ুয়াদের সমস্যার কথাও শুনুন, শিক্ষকদের নির্দেশ পার্থর
তিনি মাত্র পাঁচটি ভোট পেয়েছেন। বারোজন বামফ্রন্টের কাউন্সিলর এবং দুজন কংগ্রেস কাউন্সিলর এই নির্বাচন বয়কট করেন। গত সপ্তাহেই সিপিএমের কাউন্সিলর বিলকিস বেগম কলকাতা হাই কোর্টে গিয়ে ফিরহাদ হাকিমের মেয়র পদ পাওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বলেন যেহেতু তিনি কোনও ওয়ার্ডের কাউন্সিলর নন, তাই মেয়র পদে তাঁর বসার 'যোগ্যতা' নেই। যদিও শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
রাজ্য থেকে সিপিএম গিয়েছিল, এবার কেন্দ্র থেকে বিজেপি যাবে, বললেন মমতা
কলকাতা পুরসভা ভবনে ১২২'টি আসন জেতে তৃণমূল। ১৪'টি জেতে বামফ্রন্ট। বিজেপি জেতে পাঁচটি। কংগ্রেস জেতে দুটি আসন। একটি আসন খালি পড়ে ছিল।