Read in English
This Article is From Jul 26, 2018

প্রথম জলাধার আবিষ্কৃত হল মঙ্গলে!

ইতালির গবেষকরা ইউএস জার্নাল অফ সাইন্সে জনিয়েছেন মার্টিন বরফের আস্তরণের থেকে 12 মাইল বা 20 কিলোমিটার নিচে সেই জলাশয় অবস্থিত।

Advertisement
অফবিট

লাল গ্রহে বিশাল আকৃতির জলাধারের সন্ধান পেলেন বিজ্ঞানীরা (রয়টার)

ইউনাইটেড স্টেটস:

মঙ্গলে বিরাট আকৃতির ভূ-নিম্নস্থ জলাশয়ের সন্ধান পাওয়া গেল, যার ফলে সেখানে প্রাণের সন্ধান পাওয়ার আশা করছেন বলে বুধবার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন।

ইতালির গবেষকরা ইউএস জার্নাল অফ সাইন্সে জনিয়েছেন মার্টিন বরফের আস্তরণের থেকে 12 মাইল বা 20 কিলোমিটার নিচে সেই জলাশয় অবস্থিত।  

লাল গ্রহে আবিষ্কৃত জলের সবচেয়ে বড় উৎস এই জলাশয়।

মঙ্গল গ্রহ বর্তমানে ঠাণ্ডা, পরিত্যক্ত ও শুষ্ক হলেও তা আগে উত্তপ্ত এবং আর্দ্র ছিল। প্রায় 3.6 বিলিয়ন বছর আগে সেখানে প্রচুর পরিমাণে জল ছিল।

Advertisement

বিজ্ঞানীরা জলের সন্ধান পেতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ তা পরীক্ষা করেই বোঝা যাবে মঙ্গলে অতি প্রাচীনকালে কোনওদিন প্রাণ ছিল কি না বা অদূর ভবিষ্যতে প্রাণের সম্ভবনা দেখা যাবে কি না।

2003 সালে লঞ্চ হওয়া ইউরোপিয়ান স্পেস এজেন্সি’স মার্স এক্সপ্রেস অরবিটারের সাহায্যে এই গবেষণা।  

এই যন্ত্রটাকে মার্স অ্যাডভান্সড র‍্যাডার ফর সাবসারফেস অ্যান্ড আয়নোস্ফেয়ার সাউন্ডিং নামকরণ করা হয় এবং মাটির নিচের জলের উৎস আবিষ্কারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

Advertisement

আবিষ্কৃত প্রথম জলাধার হওয়ায় প্রচণ্ড আনন্দিত সকল গবেষক। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে উপনীত না হতে পারলেও পরবর্তী সম্ভাবনার ব্যপারে তাঁরা বিভিন্ন চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement