This Article is From Nov 14, 2018

তেলেঙ্গানার নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস

তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নিজেদের ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

হাইলাইটস

  • Congress released its first list of 65 candidates for the Telangana polls
  • The list was released after a marathon meeting chaired by Rahul Gandhi
  • Congress yet to reach electoral understanding with Chandrababu Naidu
নিউ দিল্লি:

তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নিজেদের ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল কংগ্রেস। তেলেঙ্গানার কংগ্রেস প্রধান উত্তম কুমার রেড্ডি লড়াই করবেন হুজুমনগর কেন্দ্র থেকে। প্রসঙ্গত, এই রাজ্যে ভোট হবে আগামী ৭ ডিসেম্বর।

দলের নির্বাচন কমিটি একটি ম্যারাথন বৈঠকের পর এই তালিকা প্রকাশ করে। যে বৈঠকের সভাপতিত্ব করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তেলেঙ্গানার সমস্ত কংগ্রেস নেতা হাজির ছিলেন ওই বৈঠকে। কংগ্রেস নির্বাচন কমিটির মহাসচিব মুকুল ওয়াসনিক ওই তালিকা প্রকাশ করেন সোমবার মধ্যরাতে। 

তেলুগু দেশম পার্টির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে এখন কংগ্রেস। কয়েকদিন আগেই এই নিয়ে বৈঠক হয়ে গিয়েছে তেলুগু দেশমের প্রধান চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর। 

তেলুগু দেশম দীর্ঘদিন বিজেপির জোটশরিক ছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.